শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা
বেনাপোল বন্দর

১৫ দিন বন্ধ থাকার পর কাঁচামাল আমাদানি শুরু

বেনাপোল প্রতিনিধি

১৫ দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে আবার পচনশীল খাদ্যদ্রব্যজাতীয় কাঁচামাল আমদানি শুরু করেছেন ব্যবসায়ীরা।

বেনাপোল আমদানি রফতানিকারক সমিতির সভাপতি মহসিন মিলন জানান, কলকাতা বন্দরের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় এই পথে আমদানিতে আগ্রহ বেশি বাংলাদেশি ব্যবসায়ীদের। সম্প্রতি কিছু বাণিজ্যিক সমস্যার কারণে বেনাপোল বন্দর দিয়ে কাঁচামাল আমাদিন বন্ধ রাখে আমদানিকারকরা। তবে সমস্যা সমাধান হওয়ায় আবার এই পথে কাঁচামাল আমদানি শুরু হয়েছে। এতে ব্যবসায়িরা যেমন লাভবান হবে তেমনি সরকারের রাজস্ব আয় বাড়বে। বেনাপোল কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা ইনামুল হক জানান, বর্তমানে বন্দরে ২৪ ঘণ্টা বাণিজ্যিক কার্যক্রম চলমান রয়েছে।

উল্লেখ্য, গত ২৬ নভেম্বর বন্দরে হয়রানির অভিযোগ এনে ব্যবসায়ীরা বেনাপোল বন্দর দিয়ে খাদ্যদ্রবজাতীয় কাঁচামাল আমদানি বন্ধ করে দেন।

সর্বশেষ খবর