শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

নতুন করে আক্রান্ত ১২০ ভর্তি ৪৮ জন

গাজীপুরে ডায়রিয়া

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে গতকাল ডায়রিয়ায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১২০ জন। তাদের মধ্যে ৪৮ জনকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে বাসিন্দাদের পানি ফুটিয়ে খেতে এবং সচেতনতামূলক নানান পরামর্শ দিয়ে এলাকায় মাইকিং করেছে গাজীপুর সিটি করপোরেশন। সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগের কর্ম-কর্তাদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় ভূষণ দাস জানান, গতকাল সকাল ৮টা থেকে বিকাল পর্যন্ত ১২০ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে এসেছে। তাদের মধ্যে ৪৮ জনকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকিরা জরুি বিভাগে চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছে।  গাজীপুর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. রহমতউল্লাহ জানান, ডায়রিয়ার ঘটনায় সিটি মেয়র ৬টি মেডিকেল টিম গঠন, ৫৫ হাজার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও পর্যাপ্ত খাবার স্যালাইন বরাদ্দ করেছেন। টিমের সদস্যরা আক্রান্ত এলাকার প্রতিটি বাড়ি বাড়ি যাচ্ছেন। এ পর্যন্ত ২০ হাজার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও ২২ হাজার খাবার স্যালাইন বিতরণ করেছেন। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের আইইডিসিআর বিভাগের ৬ সদস্যের একটি প্রতিনিধি দলও তাদের সঙ্গে কাজ করছেন। সিটি করপোরেশনের পূর্ব চান্দনা ও ছোটদেওড়া কাজীপাড়া এলাকার বিভিন্ন বাসা থেকে পাম্প ও পানির সরবরাহ লাইনসহ বিভিন্ন উৎস থেকে পানির ১০টি নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনাগুলো ঢাকায় পাঠানো হচ্ছে। পরীক্ষার রেজাল্ট না আসা পর্যন্ত বলা যাচ্ছে না কি কারণে ওই এলাকায় ডায়রিয়া দেখা দিয়েছে। উল্লেখ্য, গত ৮ ডিসেম্বর থেকে গত কয়েক দিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু এবং ৫ শতাধিক আক্রান্ত হয়েছে।

সর্বশেষ খবর