শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

ধর্মীয় মূল্যবোধই স্বচ্ছতা ফিরিয়ে আনতে পারে : জাপা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম বলেছেন, পল্লীবন্ধু এরশাদের শাসনামলে ধর্মীয় মূল্যবোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় ছিলো। দেশে রাজনৈতিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হলে ধর্মীয় মূল্যবোধ নিশ্চিত করা অপরিহার্য। একমাত্র জাতীয় পার্টিই পারে রাষ্ট্রে ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠা করতে। তাই জিএম কাদেরের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। গতকাল বগুড়া শহরের পর্যটন মোটেলে জেলা প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শরিফুল ইসলাম জিন্নাহ এমপির সভাপতিত্বে নুরুল ইসলাম ওমরের পরিচালনায় আরও বক্তব্য রাখেন পার্টির প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান ওসন্টু, আব্দুর রশিদ সরকার, নুরুল ইসলাম তালুকদার এমপি, ওতাফাজ্জল হোসেন প্রমুখ।

সর্বশেষ খবর