শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

ঠাকুরগাঁও সীমান্তে দুই বাংলার মিলনমেলা

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার চাপাসা ও রাণীশংকৈল উপজেলার কোচল সীমান্তের মাঝামাঝি কুলিক নদীর তীরে পাথরকালী মেলা উপলক্ষে  লাখো মানুষের সমাগমে মিলনমেলায় পরিণত হয় সীমান্ত এলাকা। গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা  পর্যন্ত চলে এই মেলা। বাংলাদেশ ও ভারতীয় বাসিন্দাদের মধ্যে কিছু সময় কথা বলার সুযোগ করে দেয় ভারতীয় বিএসএফ ও বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি।

মেলা কমিটির সভাপতি নগেন কুমার পাল জানান, প্রতি বছর দুই দেশের মিলনমেলার জন্যই পাথরকালী মেলার আয়োজন করা হয়। দেশ বিভাগের পূর্বে এ এলাকা ছিল ভারতবর্ষের আওতায়। পরবর্তীতে দেশ ভাগ হলে এখানে বসবাসরত বাসিন্দাদের অনেকে ভারতে পড়ে যায়। আর পাথরকালী পূজা অনুষ্ঠিত হয় প্রতিবছর ডিসেম্বরের ১ম শুক্রবার। এই একটি দিনে আত্মীয় স্বজনদের দেখার জন্য এ এলাকার বাসিন্দারা বছর জুড়ে  অপেক্ষা করে থাকে।

সর্বশেষ খবর