রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

‘অটিস্টিকদের চিকিৎসার ব্যবস্থা করা হবে’

রাঙামাটি প্রতিনিধি

পার্বত্যাঞ্চলের অটিস্টিকদের বিশেষ চিকিৎসার ব্যবস্থার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নববিক্রম কিশোর ত্রিপুরা। তিনি বলেন, অটিজম কোনো রোগ নয়। এটি স্নায়ুগত বা মানসিক সমস্যা। অটিজমের লক্ষণগুলো সাধারণত তিন বছর বয়স থেকে প্রকাশ পেতে থাকে। অটিস্টিক আক্রান্তদের সঠিক সময়ে চিকিৎসাব্যবস্থা করা গেলে তারা সুস্থ হতে পারে।

গতকাল রাঙামাটি শহরের ভেদভেদি রাঙাপানি এলাকায় ৮০ শতাংশ জায়গায় সোসাইটি ফর দ্য ওয়েলফেয়ার অব অটিস্টিক চিলড্রেন (সোয়াক)-এর প্রশিক্ষণ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে গিয়ে নববিক্রম কিশোর ত্রিপুরা এসব কথা বলেন।

সর্বশেষ খবর