রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

এক পলক

১৪ দোকান পুড়ে ছাই

নেত্রকোনার পূর্বধলা উপজেলা সদরের স্টেশন রোড বাজারে শুক্রবার রাতে অগ্নিকান্ডে ১৪টি দোকান পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের উৎস বলে ধারণা ফায়ার সার্ভিস কর্মিদের। -নেত্রকোনা প্রতিনিধি

সর্বস্ব লুট

হবিগঞ্জের বানিয়াচংয়ে নির্মাণ শ্রমিককে কুপিয়ে ১০ হাজার টাকাসহ সর্বস্ব লুট করেছে দুর্বৃত্তরা। আহত আহাম্মদ উল্লাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। বানিয়াচং উপজেলার বড়বাজারে হামদর্দ ওষুধ বিক্রয় কেন্দ্রের সামনে শুক্রবার রাতে এই হামলার ঘটনা ঘটে।

-বানিয়াচং প্রতিনিধি

আলোচনা সভা

ভালুকায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। ভালুকা প্রেস ক্লাবের আয়োজনে গতকাল প্রেস ক্লাব মিলনায়তনে ওই আলোচনা সভা হয়। কামরুজ্জামান মানিকের সভাপতিত্বে ও ফিরোজ খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কামরুল হাসান পাঠান কামাল, মোখলেসুর রহমান মনির, হাদিকুর রহমান হাদিস, রফিকুল ইসলাম হিরণ, আক্কাস আলী, রফিকুল ইসলাম, আফরোজা আক্তার জবা, আসাদুজ্জামান সুমন প্রমুখ।

-ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

বাদীকে হুমকি

কুমিল্লার দাউদকান্দি উপজেলার শায়েস্তানগর গ্রামে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। থানায় অভিযোগ করায় বাদী শাহীন ভূঁইয়াকে অভিযুক্ত সোহাগ, আবু কালাম, নোমান, এনামুল গং অভিযোগ প্রত্যাহার করার জন্য প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। বাদী শাহীন জানান, গত মঙ্গলবার নিজ বাড়িতে ট্রাক্টর গাড়ি দিয়ে বালু নেওয়ার পথে অভিযুক্ত ব্যক্তিরা চাঁদা দাবি করলে অস্বীকার করায় তারা হামলা করে। হামলায় তিনি ও তার স্ত্রী আহত হন। হামলার ঘটনায় থানায় অভিযোগ দাখিল করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। -দাউদকান্দি প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর