রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

‘বুদ্ধিজীবী হত্যার লক্ষ্য ছিল জাতিকে মেধাশূন্য করা’

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু বলেছেন, ‘স্বাধীনতার দ্বারপ্রান্তে এসে হানাদার বাহিনীর সহযোগিতায় আল বদর, আল শামস পরিকল্পিতভাবে বুদ্ধিজীবীদের হত্যা করে। তাদের উদ্দেশ্য ছিল বাঙালি জাতিকে মেধাশূন্য করা। যার মাশুল বাঙালি জাতিকে এখনও দিতে হচ্ছে।’ বগুড়া জেলা আওয়ামী লীগের উদ্যোগে গতকাল শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় গতকাল  তিনি এ কথা বলেন।

সভায় আরো বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, বগুড়া জেলা পরিষদ চেয়ারম্যান ডা. মকবুল হোসেন, টি জামান নিকেতা, তোফাজ্জল হোসেন দুলু, আবুল কালাম আজাদ, অ্যাড. মকবুল হোসেন মুকুল প্রমুখ।

এর আগে সকাল সাড়ে সাতটায় জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন এবং সকাল পৌনে ৮টায় বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

সর্বশেষ খবর