রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

ছয় মাসে হিফজ শেষ করলেন নুজহাত এক বছরে তার ভাই

হবিগঞ্জ প্রতিনিধি

ছয় মাসে হিফজ শেষ করলেন নুজহাত এক বছরে তার ভাই

সম্মাননা ক্রেস্ট নিচ্ছে নুজহাত

হবিগঞ্জের আজমিরীগঞ্জের র্কুরাতুল আইন নুজহাত (১২) মাত্র ছয় মাসে পুরো কুরআন শরীফ (৩০ পারা) মুখস্থ করেছেন। তার আপন ভাই শেখ  নাহিয়ান হিফজ সম্পন্ন করেছেন এক বছরে। তারা দুজনই রাজধানী ঢাকার উত্তরার দারুল আজহার মডেল মাদরাসার হিফ্য বিভাগের ছাত্রছাত্রী। নুজহাত পঞ্চম শ্রেণি এবং নাহিয়ান ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়াশোনা শেষ করে হিফজ শুরু করে। তাদের বাবা শেখ মিজানুর রহমান হবিগঞ্জ বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সিনিয়র শিক্ষক। মা রুহেনা মিজান গৃহিণী। দারুল আজহার মডেল মাদরাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল মাওলানা সাইফ উদ্দিন আহমদ খন্দকার বলেন, স্বাভাবিকভাবে একজন শিক্ষার্থীর হিফ্জ সম্পন্ন করতে দুই থেকে আড়াই বছর লাগে। কিন্তু নুজহাত-নাহিয়ানের ছয় মাস ও এক বছরে হিফ্জ সম্পাদন করাটা আল কুরআনের বিশেষ মু’জিজা (অলৌকিকত্ব)। তিনি আরও বলেন বিগত ১০ বছর ধরে তার ছাত্র-ছাত্রীরা হিফজ শেষ করে তিন বছরে ইংরেজি ও আরবি ভাষায় দক্ষতা অর্জনের পাশাপাশি ৫ম ও ৮ম শ্রেণির সরকারি পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্য অর্জন করে আসছে। মাদরাসার মেইন ক্যাম্পাসে হিফজ সম্পাদনকারী শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাওলানা আহমদ আলী কাসেমী। বিশেষ অতিথি ছিলেন মুফতি কাজী জয়নুল আবেদীন, ক্বারী হোসাইন আহমদ, শাহাব উদ্দিন আহমদ খন্দকার,  এনামুল হক হাসান, মাওলানা আজিজুল হক প্রমুখ। 

সর্বশেষ খবর