সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

কাক্সিক্ষত জোড়া ব্রিজে দুর্ভোগ

তিন বছরেও হয়নি সংযোগ সড়ক

দিনাজপুর প্রতিনিধি

কাক্সিক্ষত জোড়া ব্রিজে দুর্ভোগ

দিনাজপুরের ভূল্লি নদীর উপর জোরা ব্রিজ নির্মাণের প্রায় তিন বছর পার হয়েছে। দীর্ঘদিনেও সংযোগ সড়ক না হওয়ায় চলাচলের অযোগ্য হয়ে পড়ে রয়েছে সেতুটি। ফলে বহু কাক্সিক্ষত ব্রিজটি এখন স্থানীয়দের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সবচেয়ে ভোগান্তি পোহাতে হয় পণ্য পরিবহনে।

সরেজমিনে দেখা যায়, সংযোগ সড়কবিহীন জোড়া ব্রিজটি চলাচলের অযোগ্য পড়ে আছে। এলাকাবাসী ব্রিজের দুই পাশে কলাগাছ রোপণ করেছেন। অনেকে আবার কাপড় শুকানোর কাজে ব্রিজটি ব্যবহার করছেন। ব্রিজের পাশ দিয়ে দুই কিলোমিটার ঘুরে চলাচল করছে মানুষ। ব্রিজের পাশের দামুসা পাড়ার প্রবীণ নারী আলিজা বেওয়া জানান, এমন সেতু তৈরি করেছে যে হেঁটেও পার হতে পারি না। বর্ষার সময় ব্রিজটি দেখলে মনে হয় ভূল্লি নদীর মাঝখানে দাঁড়িয়ে আছে। স্থানীয় পোহানু পাড়ার কৃষক আব্দুস সালাম জানান, প্রসূতিসহ বিভিন্ন রোগী নিয়ে বিপাকে পড়তে হয়। অনেক দূর ঘুরে যেতে হয় ডাক্তারের কাছে। এই জোড়া ব্রিজ দিয়ে একটি বাইসাইকেলই পার করা যায় না। ভেড়ভেড়ী ইউপি চেয়ারম্যান হাফিজুল হক জানান, ২০১৭ সালে খানসামা উপজেলা প্রকল্প বাস্তবায়ন থেকে ব্রিজটি নির্মাণ করা হয়েছে। এরপর থেকে সংযোগ সড়কবিহীন অবস্থায় পড়ে আছে। ব্রিজটির অভাবে দুই পাশের মানুষ দুর্ভোগে পড়েছেন। সেতুটি এতো উঁচু করা হয়েছে যে বালু দিলে বর্ষার সময় তা সরে যায়। সংযোগ রাস্তা করতে একটি প্রকল্প নেওয়া হয়েছে বলেও জানান ইউপি চেয়ারম্যান।

সর্বশেষ খবর