সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

‘নো হেলমেট নো ফুয়েল’ বাস্তবায়নে কঠোর পুলিশ

নীলফামারী প্রতিনিধি

‘নো হেলমেট নো ফুয়েল’ বাস্তবায়নে কঠোর পুলিশ

হেলমেট ব্যবহার শতভাগ নিশ্চিতকরণে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ। নীলফামারী-জলঢাকা সড়কের মুক্তা ফিলিং স্টেশনে গতকাল ‘নো হেলমেট-নো ফুয়েল’ ব্যানার সাঁটিয়ে কর্মসূচি উদ্বোধন করেন পুলিশ সুপার আশরাফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, রবিউল ইসলাম, মোমিনুল ইসলাম, সেলিম হোসেন প্রমুখ। পুলিশ সুপার আশরাফ হোসেন বলেন, জেলার ৩৯টি পাম্পের মধ্যে ২১টিতে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। বাকিগুলোতেও লাগানো হবে। হেলমেট ছাড়া কোনো মোটরসাইকেল চালককে ফুয়েল সরবরাহ করা হলে পাম্প মালিকের বিরুদ্ধেও ব্যবস্থা নেবে পুলিশ।

সর্বশেষ খবর