শিরোনাম
মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

‘রাজাকারদের তালিকা রাজনৈতিক উদ্দেশ্যে’

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ বলেন, স্বাধীনতা যুদ্ধ ছিল একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার জন্য। গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার জন্য। আজকে ৪৯ বছর পরে অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়- আমাদের সেই চেতনাগুলোকে হরণ করা হয়েছে, ধ্বংস করা হয়েছে মানুষের স্বপ্নগুলোকে। জনগণের দ্বারা নির্বাচিত নয় এই সরকার। তারা এক দলীয় শাসনব্যবস্থা প্রবর্তন করার জন্য সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করছে। বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক সিরাজ বলেন, রাজাকারদের তালিকা রাজনৈতিক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল সকালে জেলা বিএনপির আয়োজেন দলীয় কার্যালয়ে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে  এসব কথা বলেন। কেএম খায়রুল বাশারের পরিচালনায়  বক্তব্য রাখেন  সাবেক এমপি মো. হেলালুজ্জামান তালুকদার লালু, সাইফুল ইসলাম, ফজলুল বারী তালুকদার প্রমুখ।

 

সর্বশেষ খবর