বুধবার, ১৮ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

‘টেঁটাযুদ্ধের অবসান চাই চরাঞ্চলে শান্তি চাই’

নরসিংদী প্রতিনিধি

‘টেঁটাযুদ্ধের অবসান চাই, চরাঞ্চলে শান্তি চাই, এই শ্লোগানে নরসিংদীর মেঘনা নদীবেষ্টিত চরাঞ্চল আলীপুরা গ্রামে মানববন্ধন হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে গ্রামের প্রধান সড়কে আলীপুর গ্রামের সর্বস্তরের ব্যানারে এ মানববন্ধন করা হয়। এতে গ্রামের ছোটবড়, বয়বৃদ্ধসহ কয়েকশ লোক অংশ নেন। মানববন্ধনে কামাল মিয়া বলেন, চরাঞ্চলের সবচেয়ে শান্তিপ্রিয় গ্রাম আলীপুর। কিন্তু এখানে আর শান্তি নেই। টেঁটাবিদ্ধ হয়ে আহত বহর উদ্দিন বলেন, আমরা টেঁটাযুদ্ধ চাই না, গ্রামে শান্তি চাই। এ অবস্থা থেকে পরিত্রাণ চাই। বয়বৃদ্ধ আমির হোসেন বলেন, টেঁটা যুদ্ধের পর মামলা মোকদ্দমা চালানোর কথা বলে প্রতি ঘর থেকে মোটা অংকের টাকা চাঁদা তোলা হয়। কেউ টেঁটা যুদ্ধে জড়াতে না চাইলে সেই পরিবারকে তিনগুণ হারে চাঁদা দিতে হয়। অন্যথায় টেঁটাযুদ্ধে লিপ্ত হতে বাধ্য করা হয়। নয় তো মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়।

সর্বশেষ খবর