বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

‘মুক্তিযোদ্ধা সংবর্ধনায় হামলায় আওয়ামী লীগের কেউ জড়িত নয়’

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ আয়োজিত মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে হামলার দায় অস্বীকার করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার। তিনি বলেন, আওয়ামী লীগ অথবা এর অঙ্গ ও সহযোগী কোনো সংগঠনের নেতা-কর্মীরা এ ঘটনা ঘটায়নি। ওই ঘটনার নিন্দা জানিয়ে প্রকৃত সত্য উদ্ঘাটনের দাবি জানান তিনি। মঙ্গলবার রাতে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। পাশাপাশি আল মামুন জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক জেলা আওয়ামী লীগের সহসভাপতি শফিকুল আলম এবং জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আমানুল হক সেন্টুর সমালোচনা করেন। তিনি বলেন, ‘যারা ঘটনাটি ঘটিয়েছে তারা চুরি করে করেছে। সিসি টিভির ফুটেজেই বিষয়টি রয়েছে। কিন্তু এ ঘটনায় আমাদের জড়িত করে, আমাদের নাম উল্লেখ করে কটাক্ষ করা হচ্ছে। আমরা এর প্রতিবাদ জানাই।’ মতবিনিময় সভায় নায়ার কবির, হেলাল উদ্দিন, তাজ মো. ইয়াছিন, চৌধুরী আফজল হোসেন নেছার প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর