বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

ব্রিজের অপেক্ষায় ৪৯ বছর

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

ব্রিজের অপেক্ষায় ৪৯ বছর

সেতুর অভাবে বাঙালী নদীর ছলুরঘাটে ঝুঁকি নিয়ে খেয়া পারাপার

স্বাধীনতার ৪৯ বছর অতিবাহিত হলেও বগুড়ার সোনাতলা উপজেলার ছলুরঘাটে বাঙালী নদীর উপর নির্মাণ হয়নি ব্রিজ। হবে হচ্ছে করে ৪৯ বছর কেটে গেল কেউ কথা রাখেনি। এই ঘাটে ব্রিজ হলে সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলার প্রায় ৪ লাখ মানুষের দুর্ভোগ কমার পাশাপাশি অগ্রযাত্রায় নুতন দিগন্ত সৃষ্টি হবে। জানা যায়, সোনাতলার পোড়াপাইকর খোসকাতলী এলাকায় বাঙালী নদীর উপর ব্রিজ নির্মাণের দাবি তোলা হয় স্বাধীনতার পরপরই। দীর্ঘদিনেও ব্রিজ না হওয়ায় স্থানীয়রা নৌকায় ঝুঁকি নিয়ে নদী পার হচ্ছেন। তাছাড়া কৃষি প্রধান এ অঞ্চলের কৃষকরা তাদের উৎপাদিত পণ্য বিক্রির জন্যও এই পথ ব্যবহার করেন। শুষ্ক মৌসুমে কোনো রকম নদী পারাপার হওয়া গেলেও ভর বর্ষায় জীবনের ঝুঁকি বাড়ে। কখনো কোনো কারণে মাঝি ঘাটে না থাকলে এলাকাবাসী বিড়ম্বনার শিকার হন। তখন পথচারীদের ৮-১০ কিলোমিটার রাস্তা ঘুরে যাতায়াত করতে হয়। সোনাতলা উপজেলার প্রকৌশলী রাশেদ ইমরান জানান, বাঙালী নদীর ছলুরঘাট গুরুত্বপূর্ণ খেয়াঘাট। ওই খেয়াঘাটে ব্রিজ নির্মাণ করতে সরকারের প্রায় ৫০ কোটি টাকা ব্যয় হবে। তবে ব্রিজ নির্মাণের জন্য মাটি পরীক্ষাসহ প্রাথমিক কাজ সম্পন্ন হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর