বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

অপহরণের ৩ দিন পর লাশ উদ্ধার

টঙ্গী প্রতিনিধি

অপহরণের ৩ দিন পর লাশ উদ্ধার

গাজীপুরের টঙ্গী থেকে অপহরণের তিন দিন পর রবিন আহম্মেদ (৪৪) নামে এক সৌদি প্রবাসীর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বিকালে কালিয়াকৈর উপজেলার ভেনুপুর এলাকার একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে। আটকরা হলো- সোহেল ও কাওছার। নিহত রবিন ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার উত্তর দাররার আবদুল হালিমের ছেলে। তিনি টঙ্গীর দত্তপাড়ার চানকির টেক এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। পুলিশ ও রবিনের পরিবার জানায়, গত ১৮ নভেম্বর তিন মাসের ছুটি নিয়ে সৌদি আরব থেকে বাংলাদেশে আসেন রবিন। গত রবিবার সকালে পূর্ব পরিচিত সোহেল, সানি মোড়ল ও কাওছার তাকে টঙ্গী মধুমিতা ওয়ালটনের সোরুমে ডেকে নেন। তারা রবিনকে মারধর করে তার এটিএম কার্ড নিয়ে কয়েক লাখ টাকা উত্তোলন করে। এরপর তাকে হত্যা করে লাশ ফেলে দেয়।

টঙ্গী জোনের সহকারী পুলিশ কমিশনার আহসানুল হক ও ওসি কামাল হোসেন জানান, পূর্ব থানায় জিডির তদন্তে ঘটনার রহস্য উদঘাটন হয়। এটিএম বুথের ভিডিও ফুটেজ দেখে মঙ্গলবার রাতে সন্দেহভাজন দুজনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সর্বশেষ খবর