শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

২৪ ঘণ্টায় সড়কে ঝরল ১২ প্রাণ

প্রতিদিন ডেস্ক

২৪ ঘণ্টায় সড়কে ঝরল ১২ প্রাণ

ময়মনসিংহে ট্রাক-সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এছাড়া আট জেলায় সড়কে প্রাণ গেছে আরও নয়জনের। গত ২৪ ঘটনায় এ দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবর- ময়মনসিংহ : তারাকান্দা উপজেলার গোয়াতলা শশার বাজারে গতকাল সকালে ট্রাক-সিএনজিচালিত অটোরিকশা তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- অটোরিকশাচালক রুবেল মিয়া (২৫), যাত্রী আমিনুল ইসলাম (২৫) ও সায়েম (১৯)। পুলিশ জানান, ময়মনসিংহ-ফুলপুর সড়কে ফুলপুরগামী ট্রাকের সঙ্গে ময়মনসিংহগামী অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোচালকসহ তিনজন মারা যান। সিরাজগঞ্জ : সলঙ্গায় ট্রাক-বাস সংঘর্ষে চালক ও হেলপার নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ১০ জন। হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে সলঙ্গা থানা হরিনচরা এলাকায় গতকাল এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বগুড়ার নন্দীগ্রামের রাজু আহমেদ (২৮) ও একই উপজেলার হানজালা রনি (২২)। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। রংপুর : মায়ের জন্য কাফনের কাপড় কিনতে গিয়ে ট্রাক্টর চাপায় মারা গেছেন ছেলে ভুট্টো। রংপুরের পীরগঞ্জ উপজেলার কিশোরগাড়ি গ্রামে গতকাল দুপুরে এ দুর্ঘটনা ঘটে। ভুট্টো কিশোরগাড়ি গ্রামের মজিবর রহমানের ছেলে। নাটোর : নাটোর-বগুড়া মহাসড়কে সিংড়ার চৌগ্রাম নামক স্থানে গতকাল ট্রাকচাপায় আব্দুল হাকিম নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নেত্রকোনা : পূর্বধলা উপজেলায় বুধবার সন্ধ্যায় ট্রাকচাপায় মারা গেছেন আলমগীর হোসেন (২৫) নামে অটোরিকশ যাত্রী। নিহত আলমগীর দুর্গাপুর উপজেলার মাসকান্দা গ্রামের সমেদ আলীর ছেলে। মাদারীপুর : রাজৈরে ট্রাক্টরচাপায় তৃতীয় শ্রেণির ছাত্র রাতুল কাজী (৭) নিহত হয়েছে। কাঠেরপোল-আড়াইপাড়া সড়কের দিঘলপাড়া কুনিয়া নামক স্থানে গতকাল এ দুর্ঘটনা ঘটে। রাতুল রাজৈর উপজেলার লুন্দি গ্রামের ফেরদাউস কাজীর ছেলে ও স্থানীয় বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল। ফেনী : সোনাগাজীতে ট্রাকচাপায় মারা গেছেন আনোয়ার হোসেন রুবেল (৩০) নামে এক ব্যবসায়ী। সাত বাড়িয়া ব্রাক অফিস সংলগ্ন এলাকায় গতকাল এ দুর্ঘটনা ঘটে। রুবেল সোনগাজী পৌরসভার মহেশচর গ্রামের হারুনুর রশিদের ছেলে। চাঁপাইনবাবগঞ্জ : নাচোলে ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে শিউলী বেগম (৩০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। শিউলী নাচোল উপজেলার চক-নেজামপুর গ্রামের সেনা সদস্য মজিবুর রহমানের স্ত্রী। বোয়ালমারী : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বিশ্বাসপুর বাবুর বাজার সংলগ্ন এলাকায় ট্রলিচাপায় কলেজছাত্র নিহত হয়েছেন। শাহ আমিন মিনা (১৭) ওই এলাকার ছত্তার মিনার ছেলে ও স্থানীয় শাহ্ জাফর টেকনিক্যাল কলেজের এইচএসসির ছাত্র ছিলেন। এদিকে ঝিনাইদহে গতকাল বাস খাদে পড়ে ২৫ যাত্রী আহত হয়েছেন। তাদের কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও যশোর ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

 

সর্বশেষ খবর