শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

বালু ও পাথর উত্তোলনে হুমকিতে বিরিশিরি শহর রক্ষা বাঁধ

নেত্রকোনা প্রতিনিধি

বালু ও পাথর উত্তোলনে হুমকিতে বিরিশিরি শহর রক্ষা বাঁধ

নিয়মনীতির তোয়াক্কা না করে নেত্রকোনার দুর্গাপুর সোমেশ্বরী নদীতে চলছে বালু ও পাথর উত্তোলন। বাঁধের নিচ থেকে অবাধে বালু উত্তোলন করায় হুমকির মুখে পড়েছে বিরিশিরি সাখায়েত বাঁধটি। স্থানীয়রা বারবার অভিযোগ করেও সাড়া মিলছে না স্থানীয় প্রশাসনের। জেলার সীমান্ত ঘেঁষা পাহাড়ি কন্যা সোমেস্বরী নদীতে ভেসে আসে বালু, পাথর ও কয়লা। এক সময় হাতে কুড়িয়ে পাথর সংগ্রহ করা হতো। জীবিকা নির্বাহ করতেন নদী-তীরবর্তী কয়েক হাজার মানুষ। পরবর্তীতে রাজস্ব আয়ের লক্ষ্যে বালু উত্তোলনের জন্য পাঁচটি বালু ঘাট ইজারা দেয় জেলা প্রশাসন। কিন্তু প্রভাবশালীদের ছত্রছায়ায় ইজারা দেওয়া এলাকার বাইরে গিয়ে নদীর বিভিন্ন অংশে ইঞ্জিনচালিত নৌকায় করে বালু ও পাথর উত্তোলন করছে অবৈধ ব্যবসায়ীরা। ফলে বারইপাড়া থেকে চৈতাটি পর্যন্ত প্রায় দুই কিলোমিটার দীর্ঘ সাখায়েত বাঁধটির বিভিন্ন অংশের ব্লক  ভেঙে পড়ছে।

বেশ কয়েকটি গ্রামের মানুষের চলাফেরার একমাত্র মাধ্যম এই বাঁধ। স্থায়ী ড্রেজার মেশিনের পাশাপশি বাঁধের নিচে বালু উত্তোলনকারী নৌকায় মেশিন বসিয়ে বালু পাথর তোলা হচ্ছে। জেলা প্রশাসক মঈনউল ইসলাম জানান, প্রতিনিয়ত মনিটরিং করার পাশাপাশি বিভিন্ন সময়ে মোবাইল কোর্ট হচ্ছে। উপজেলা প্রশাসন নজরদারি করার পাশাপাশি জেলা থেকেও নিয়ন্ত্রণের চেষ্টা রয়েছে এসব বন্ধে। তবে তিনি জানান এই সমস্যা সমাধানে স্থানীয় জনপ্রতিনিধের সচেতনতার বিকল্প নেই। স্থানীয় জনগণ ও জনপ্রতিনিধিরা এগিয়ে আসলেই এগুলো বন্ধ হয়ে যাবে স্থায়ীভাবে। তবে জনপ্রতিনিধি ও স্থানীয়দের সচেতন করতেও প্রশাসন চেষ্টা করছে।

 

সর্বশেষ খবর