শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

আশ্বাসের চার যুগ পার হলেও হয়নি সেতু

দিনাজপুর প্রতিনিধি

আশ্বাসের চার যুগ পার হলেও হয়নি সেতু

বাঁশের সাঁকোতে ঝুঁকি নিয়ে পারাপার -বাংলাদেশ প্রতিদিন

চিরিরবন্দর উপজেলার নশরতপুর ইউপিতে ঐতিহ্যবাহি রাণীরবন্দর হাটের উত্তর-পূর্ব কোণে ইছামতি নদীর ওপরে নির্মিত প্রায় ৭০ ফুট দীর্ঘ বাঁশের সাঁকোটি। স্বাধীনতার পর থেকে জনপ্রতিনিধিরা বার বার আশ্বাসের চার যুগ পার হলেও আজও নদীর উপর সেতুটি নির্মাণ হয়নি। গত বর্ষা শেষে স্থানীয়রা আবার সবার সহযোগিতায় বাঁশের সাঁকোটি মেরামত করে সচল করেছে।

স্থানীয়রা জানান-একটি সেতুর অভাবে খানসামা উপজেলার গোয়ালডিহি, দুবলিয়া, লালদিঘী, ক্যানেলেরবাজার, পীরেরহাট এবং চিরিরবন্দর উপজেলার নশরতপুর, আলোকডিহি, গছাহার, চকগোবিন্দ, উত্তরপলাশবাড়িসহ অন্তত ১০ গ্রামের মানুষকে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে।

এ বাঁশের সাঁকোটি দিয়েই এসব এলাকার স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীসহ অন্তত ৫০ হাজার লোক যাতায়াত করে থাকেন। চিরিরবন্দরের নশরতপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুর ইসলাম শাহ্ নুরু জানান-অত্রাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি এ স্থানে একটি ব্রিজ নির্মাণের। তা পূরণ হতে চলেছে। এখানে সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

সর্বশেষ খবর