শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

এক যুগ ধরে চলাচলের অনুপযোগী সেতু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

এক যুগ ধরে চলাচলের অনুপযোগী সেতু

নবীনগরে ২৫ বছর আগে নির্মিত সেতু -বাংলাদেশ প্রতিদিন

ব্রাহ্মবাড়িয়ার নবীনগর পৌর এলাকার আলমনগরে ২৫ বছর আগে নির্মিত একটি সেতু এক যুগ ধরে চলাচলের অনুপযোগী হয়ে আছে। ভাঙাচোরা এ সেতুর উপর গাড়ি উঠতে গিয়ে এই পর্যন্ত দুর্ঘটনায় এলাকার কমপক্ষে সাতজন প্রাণ হারিয়েছেন। এখনও প্রায়ই ঘটছে দুর্ঘটনা। মাঝে মাঝে স্থানীয়রা সেতুটির রেলিংয়ে বাঁশ দিয়ে জোড়াতালি দিলেও সপ্তাহ যেতে না যেতেই তা আগের অবস্থায় ফিরে আসে। স্থানীয়রা জানান, এলাকার হাজার হাজার মানুষ প্রতিদিন জরাজীর্ণ এই সেতু দিয়ে ঝুঁকি নিয়ে উপজেলা ও জেলা সদরে যাতায়াত করে থাকেন। প্রায় দুই যুগ আগে সেতুটি নির্মাণ হওয়ার পর কয়েক বছর আগে বিভিন্ন স্থান থেকে পলেস্তরা উঠে সেতুটি ঝুঁকিপুর্ণ হয়ে পড়ে। পাশাপাশি সরু এই সেতুর দুই পাশের রেলিং সম্পূর্ণ ভেঙে যাওয়ায় যাত্রীবাহী যানবাহন চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। স্থানীয় ইউপি সদস্য আবু হানিফ জানান, যে কোনো সময় সেতুটি পুরোপুরি ভেঙে পড়তে পারে। নবীনগর পৌরসভার নবনির্বাচিত মেয়র শিব শংকর দাস জানান, সেতুটি নির্মাণে শীঘ্রই প্রকল্প গ্রহণ করা হবে।

 

সর্বশেষ খবর