শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

ঘোড়দৌড় দেখতে মানুষের ঢল

দিনাজপুর প্রতিনিধি

ঘোড়দৌড় দেখতে মানুষের ঢল

কনকনে শীতের মধ্যেও হারিয়ে যাওয়া গ্রাম-বাংলার ঐতিহ্য ঘোড়দৌড় প্রতিযোগিতা উপভোগ করতে নামে দূর-দূরান্তের মানুষের ঢল। হাজার হাজার দর্শকের করতালিতে মুখর হয়ে উঠে উৎসবের ঘোড়দৌড় প্রতিযোগিতার মাঠ। এ প্রতিযোগিতায় বিভিন্ন অঞ্চল থেকে ৬০টি ঘোড়া অংশ নেয়। গতকাল দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পলাশবাড়ী

 ইউনিয়নের হিরা মনি স্টার ক্লাব এ ঘোড়দৌড় উৎসবের আয়োজন করে। প্রতিযোগিতায় রংপুরের তারাগঞ্জ উপজেলার মহসিন আলী প্রথম ও নীলফামারী জেলার ডোমার উপজেলার বাবু আক্তার ২য় স্থান লাভ করে। পরে স্থানীয় সমাজ সেবক ফেরাসউদ্দিন প্রধান অতিথি হিসাবে তাদের হাতে পুরস্কারের এলইডি টিভি তুলে দেন।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর