শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

পঞ্চগড় চিনিকলে আখ মাড়াই শুরু

পঞ্চগড় প্রতিনিধ

পঞ্চগড় চিনিকলে আখমাড়াই শুরু হয়েছে। গতকাল বিকালে আনুষ্ঠানিকভাবে আখমাড়াই কার্যক্রম উদ্বোধন করা হয়। পঞ্চগড় চিনিকল সূত্রে জানা গেছে, এ বছর জেলায় তিন হাজার ৪৭১ একর জমিতে আখ চাষ হয়েছে। এই মৌসুমে ৪২ হাজার মেট্রিক টন আখ মাড়াই করা হবে। এতে তিন হাজার ৩৬০ মেট্রিক টন চিনি উৎপাদন হবে। ১৪০ টাকা দরে এ বছর চাষিরা চিনিকলে আখ সরবরাহ করবেন। উদ্বোধন অনুষ্ঠানে পঞ্চগড় সুগার মিলের এমডি চৌধুরী রুহুল আমিন কায়সার, বাংলাদেশ চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, পঞ্চগড় চিনিকলের শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রহিমসহ প্রবীণ আখ চাষীরা বক্তব্য রাখেন। পরে আখ মাড়াই কার্যক্রমের উদ্বোধন করেন প্রবীণ আখ চাষি কাজী হাবিবুর রহমান। এ সময় আখচাষি, সুগারমিলের শ্রমিক, কর্মচারী, ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চলতি অর্থবছরে  প্রায় ২৮ কোটি টাকা মূল্যের ৫ হাজার মেট্রিক টন চিনি অবিক্রীত রেখেই আখ মাড়াই শুরু করলো পঞ্চগড় চিনিকল।

সর্বশেষ খবর