শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

কাঠ পুড়িয়ে তৈরি হচ্ছে ইট

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি শহর ও শহরের পার্শ্ববর্তি এলাকায় ইটভাটাগুলো পরিবেশের ক্ষতি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। কিছু কয়লা রাখা হলেও অধিকাংশ ভাটায় কাঠ পোড়ানো হচ্ছে। এতে একদিকে জনস্বাস্থ্য অন্যদিকে ফসলের ক্ষতি হচ্ছে। ঝালকাঠি পুলিশ লাইন সংলগ্ন একটি ইট ভাটায় গিয়ে দেখা যায় হাজার হাজার মণ গাছ কেটে এনে স্তূপ দিয়ে রাখা হয়েছে খালের পাড় সংলগ্ন জায়গায়। সেখান থেকে ভ্যান রিকশায় নিয়ে যাওয়া হচ্ছে ভাটায়। বরিশাল পরিবেশ অধিদপ্তরের পরিচালক আ. হালিম জানান, অবৈধ ভাটা বন্ধে কাজ করে যাচ্ছি। জেল জরিমানা কারাদন্ড দিয়েও অবৈধ ভাটা মালিকদের কার্যক্রম থামানো যাচ্ছে না। জেলা প্রশাসকদের এসব ভাটা বন্ধের ক্ষমতা দেওয়া হয়েছে। তারা আমাদের সহযোগিতা চাইলেই জনস্বার্থে পরিবেশ বাঁচাতে আমার জেলা প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করতে পারি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর