শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

পানি নিষ্কাশনের পথ বন্ধ ক্ষতিগ্রস্ত ১০ গ্রামবাসী

দিনাজপুর প্রতিনিধি

পানি নিষ্কাশনের পথ বন্ধ ক্ষতিগ্রস্ত ১০ গ্রামবাসী

পানি নিষ্কাশনের পথ বন্ধ করে খনন করা হয়েছে পুকুর। ফলে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে নষ্ট হচ্ছে ফসল। এর প্রতিবাদে মানববন্ধন করেছেন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ও দৌলতপুর ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ১০ গ্রামের লোক। দিনাজপুর- ঢাকা মহাসড়কের ফুলবাড়ীর উত্তর লক্ষ্মীপুর বাজারে বৃহস্পতিবার ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করেন তারা।

ক্ষতিগ্রস্তরা জানান, সরকারের খাস খতিয়ানভুক্ত জলাশয় আঁখিরা বিলটির পূর্ব নারায়ণপুর থেকে মহেষপুর, মহদিপুর, উত্তর লক্ষ্মীপুর বাজারের কোল ঘেঁষে দৌলতপুর ইউনিয়নের বারাইপাড়া ঘোনাপাড়া গড় পিংলাই হয়ে শাখা যমুনা নদীতে মিশিছে। শত শত বছর ধরে এই বিল দিয়ে এ অঞ্চলের পানি নিষ্কাশন হয়ে আসছে। জলাশয়টি একদল লোক সরকারের কাছ থেকে লিজ নিয়ে পানি নিষ্কাশনের পথ বন্ধ করে পুকুর খনন করেছে। এ কারণে এখন ১০ গ্রামের বর্ষার পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ১০ গ্রামের প্রায় দুই হাজার বিঘা জমিতে আমন ও বোরো চাষ করতে পারছে না এই অঞ্চলের কৃষক। মানববন্ধনে গ্রামবাসীর পক্ষে বক্তৃতা করেন খয়েরবাড়ী ইউপির সাবেক চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন চৌধুরী, মহদীপুর গ্রামের প্রভাষক অনিল চন্দ্র, খয়েরবাড়ী ইউপি সদস্য মকছেদুল সরকার, পূর্ব নারায়ণপুর গ্রামের কৃষক আনোয়ার হোসেন, লালপুর গ্রামের আবুল খায়ের, মহদীপুর গ্রামের মঞ্জুরুল ইসলাম, বারাইপাড়া গ্রামের বাসিন্দা দৌলতপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য           মোশারাফ হোসেন, উত্তর লক্ষ্মীপুর বাজারের আব্দুল খালেক প্রমুখ। উল্লেখ্য, এ নিয়ে উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে একাধিকবার বৈঠক করেও বিষয়টি সুরাহা হয়নি।

সর্বশেষ খবর