শিরোনাম
শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

নওগাঁয় অবৈধ স্থাপনা উচ্ছেদে নোটিস

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মান্দার সতিহাট বাজারে খালের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ প্রক্রিয়ার অংশ হিসেবে ৫০ ব্যক্তিকে নোটিস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। ২৩ ডিসেম্বরের মধ্যে এসব স্থাপনা সরিয়ে না নিলে তা ভেঙে ফেলা হবে বলে উল্লেখ করা হয়েছে। তবে উচ্ছেদ নোটিস পাওয়া ব্যক্তিদের অভিযোগ, মূল নকশা না মেনে বিতর্কিত নকশা দিয়ে জরিপ চালিয়ে ব্যক্তি-মালিকানাধীন জমি থেকে উচ্ছেদ কার্যক্রম শুরু করতে যাচ্ছে পাউবো। বিতর্কিত নকশা দিয়ে জরিপ করায় খাল পাড়ে দোকানপাট ও বসতঘর নির্মাণকারী অনেকের ব্যক্তি-মালিকানাধীন সম্পত্তি খালের জমি বলে দেখানো হয়েছে। সঠিক নকশা অনুযায়ী পুনরায় জরিপ চালিয়ে এবং সরেজমিনে তদন্ত করে উচ্ছেদ কার্যক্রম শুরু করার দাবি জানিয়ে গত বৃহস্পতিবার জেলা প্রশাসক বরাবর এলাকাবাসীর পক্ষে হেলাল হোসেন নামে স্থানীয় এক ব্যক্তি লিখিত আবেদন জানান। নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুধাংশু কুমার বলেন, জেলা প্রশাসন থেকে নকশা দিয়ে জরিপ চালিয়ে খালের জমি অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণকারী দখলদারদের নোটিস দেওয়া হয়েছে। এখানে কোনো অসৎ উদ্দেশ্য নেই।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উত্তম কুমার বলেন, খালের জমি বলে ব্যক্তি-মালিকানাধীন জমি নিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই। পানি উন্নয়ন বোর্ডের নিজস্ব সার্ভেয়ার ও মান্দা উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার দিয়ে ভূমি মন্ত্রণালয়ের নকশা অনুযায়ী জরিপ চালানো হচ্ছে। পানি প্রবাহ সঠিক রাখতে খালের জন্য জমি অধিগ্রহণ করা হয়েছে। পরবর্তীতে ওই সব জমি অবৈধভাবে দখল হয়েছে শুধুমাত্র সেই জমি দখলমুক্ত করা হবে। শুধুমাত্র ওই খাল নয়, পর্যায়ক্রমে নওগাঁর সব নদী ও খাল দখলমুক্ত করা হবে।

সর্বশেষ খবর