সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

শখে মোটরসাইকেল চালাতে গিয়ে প্রাণ গেল ছাত্রের

প্রতিদিন ডেস্ক

শখে মোটরসাইকেল চালাতে গিয়ে প্রাণ গেল ছাত্রের

নাটোরে শখ করে মোটরসাইকেল চালাতে গিয়ে প্রাণ গেছে স্কুলছাত্রের। এছাড়া কিশোরগঞ্জ ও লক্ষ্মীপুরের রায়পুরে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। প্রতিনিধিদের খবর- নাটোর : বড়াইগ্রামে শখ করে মোটরসাইকেল চালাতে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে মারা গেছেন এক ছাত্র। উপজেলার মাঝগাঁও ইউনিয়নের গুনাইহাটি এলাকায় গতকাল এ ঘটনা ঘটে। নিহতের নাম আমির হামজা (১৫)। তিনি গুনাইহাটি গ্রামের রান্টু সেখের ছেলে ও মাঝগাঁও দক্ষিণপাড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। এক নিকট আত্নীয়ের কাছ থেকে মোটরসাইকেল নিয়ে গুনাইহাটি বাজারে আসার সময় নিয়ন্ত্রণ হারায় আমির হামজা। কিশোরগঞ্জ : কটিয়াদী উপজেলার আদমপুর গ্রামের গতকাল মুক্তিযোদ্ধা এবিএম আলাউদ্দিন তার স্ত্রী মরিয়ম নেছাকে নিয়ে মোটরসাইকেলে কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে যাচ্ছিলেন। বেলা ১১টার দিকে সদর উপজেলার চরপাড়া এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারালে মরিয়ম ছিটকে রাস্তায় পড়ে যান। এ সময় পিছন থেকে আসা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রায়পুর : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় মোটরসাইকেলচাপায় মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত বিজিবি কর্মকর্তা সিরাজ (৭০) নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ঢাকা নেওয়ার পথে গতকাল সকালে তিনি মারা যান। শনিবার সন্ধ্যায় উল্টো দিক থেকে আসা মোটরসাইকেল সিরাজকে চাপা দেয়।

 

সর্বশেষ খবর