সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

দিনাজপুরে শীতজনিত রোগের প্রকোপ

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে শীতজনিত রোগের প্রকোপ

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু রোগী -বাংলাদেশ প্রতিদিন

দিনাজপুরের ফুলবাড়ীসহ বিভিন্ন এলাকায় অনুভূত হচ্ছে হাড় কাঁপানো শীত। ঘন কুয়াশায় ঢাকা গত তিনদিন ধরে দেখা মেলেনি সূর্যের আলো। এতে শীতজনিত রোগের প্রকোপ বেড়েছে। ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, প্রতিদিন ১৫ থেকে ২০ জন রোগী শীতজনিত রোগে ভর্তি হচ্ছে। বহির্বিভাগেও ভিড় লক্ষণীয় শীতজনিত রোগীর। গত বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা রয়েছে আকাশ। শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় বিশেষ কাজ ছাড়া ঘরের বাহিরে বের হচ্ছে না অধিকাংশ মানুষ। ফলে শহর এখন অনেকটা ফাঁকা, আয় কমে গেছে রিকশাচালক ও দিনমজুরদের। রিকশাচালক মনছুর আলী বলেন, সকাল থেকে তিনি তীব্র শীত উপেক্ষা করে রিকশা নিয়ে বের হলেও যাত্রী মিলছে না।  দিনমজুর তবারক আলী বলেন, শীতের কারণে খেত-খামারে কাজ করা যাচ্ছে না। ফলে তাদের আয়ের পথ বন্ধ হয়ে গেছে। ফুলবাড়ী উপজেলা ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল করিম সাংবাদিকদের বলেন, শীতের কারণে শিশু ও বয়স্করা বেশি আক্রান্ত হচ্ছে। ফলে প্রতিদিন ১৫ থেকে ২০ জন রোগী শীতজনিত রোগ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হচ্ছে। এছাড়া বহির্বিভাগেও চিকিৎসা নিতে রোগীরা ভিড় জমাচ্ছে। তিনি বলেন, শীতের কারণে শিশুরা ডায়রিয়া ও জর সর্দি-কাশি রোগে আক্রান্ত হচ্ছে। এই জন্য তিনি শিশু ও বয়স্ক ব্যক্তিদের শীত থেকে রক্ষা করার জন্য তাদের প্রতি বেশি যত্নশীল হতে বলেছেন।

সর্বশেষ খবর