মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

ছয় জেলায় সড়কে ঝরল ১৪ প্রাণ

প্রতিদিন ডেস্ক

ছয় জেলায় সড়কে ঝরল ১৪ প্রাণ

বরিশাল, মাদারীপুর, রংপুর, বগুড়া, শেরপুর ও লালমনিরহাটে সড়কে প্রাণ গেছে ১৪ জনের। রবিবার রাত থেকে গতকাল দুপুর পর্যন্ত এ দুর্ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবরÑ বরিশাল : বাকেরগঞ্জ উপজেলার নন্দপাড়া এলাকায় গতকাল দুপুরে চাকা পাংচার হয়ে পিকআপ উল্টে যায়। এতে ঘটনাস্থলেই একজন এবং শেরবাংলা মেডিকেলে নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয়। নিহতরা হলেন- পিকআপ চালক সিলেটের জালালাবাদের জুয়েল ও হেলপার কুদরত আলী। এদিকে নগরীর কাউনিয়া বিসিক এলাকায় কাভার্ড ভ্যানচাপায় মারা গেছেন এক নারী শ্রমিক। নিহতের নাম রেশমা। তিনি বিসিকের বেঙ্গল বিস্কিট কোম্পানির শ্রমিক ছিলেন। মাদারীপুর : জেলা শহরের চরমুগিয়ার এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রাক্টরের ধাক্কায় তানজিলা নামে এক শিক্ষক নিহত হয়েছেন। তানজিলা সদর উজেলার ঘটমাঝি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ও ওই এলাকার টিপু মাতুব্বরের স্ত্রী। রাজৈরে মাহিন্দ্র রাস্তার পাশে খাদে পড়ে দুজন নিহত ও আটজন আহত হয়েছেন। গতকাল দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেনÑ আড়–য়াকান্দি গ্রামের অনন্ত বিশ্বাসের ছেলে অনুপম ও নটাখোলা গ্রামের নরেশের ছেলে বিশ্বজিত। রংপুর : হারাগাছের চর চতরা নামক স্থানে গতকাল ট্রাকচাপায় মারা গেছেন আরিফুল ইসলাম নামে এক কলেজছাত্র। আরিফুল চরচতুর এলাকার আব্বাছ উদ্দিনের ছেলে ও কারমাইকেল কলেজের অনার্সের ছাত্র। এছাড়া কাউনিয়া উপজেলার মধুপুরে রাস্তার পাশে খেলার সময় থ্রি-হুইলারে ধাক্কায় রাজিনা নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বদরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি। উপজেলার বোর্ডঘর বৈরাগিপাড়া নামক স্থানে দুপুরে এ দুর্ঘটনা ঘটে। বগুড়া : বগুড়ার নন্দীগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় আব্দুল গফফার নামে এক বৃদ্ধ ও রেজাউল করিম বকুল নামের এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। উপজেলার পৃথক স্থানে গতকাল ট্রাকচাপায় তাদের মৃত্যু হয়। বকুল সিংড়া উপজেলার দমদমা পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। গফফার মালকুর গ্রামের রমজান আলীর ছেলে। এছাড়া ধুনটে ট্রলির চাকায় পিষ্ট হয়ে রিয়াজুল ইসলাম (৭) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রিয়াজুল উপজেলার কান্তনগর গ্রামের সাইদুলের ছেলে ও প্রথম শ্রেণির ছাত্র ছিল। শেরপুর : ঝিনাইগাতীতে বালুভর্তি ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে সাইদুল ইসলাম নামে এক মাইক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুজন। রবিবার রাত ৯টার দিকে শেরপুর-ঝিনাইগাতী সড়কের কয়রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সিাইদুল নালিতাবাড়ী হায়দার আলীর ছেলে। লালমনিরহাট : প্রিজন ভ্যানের ধাক্কায় ফজলুল হক নামে এক ওয়াসার কর্মচারীর মৃত্যু হয়েছে। ফজলুল পাটগ্রাম উপজেলার পানবাড়ি গ্রামের ফান্দুর ছেলে।

সর্বশেষ খবর