মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

শরণার্থীদের সেবা দিতেন সুবল

ময়মনসিংহ প্রতিনিধি

শরণার্থীদের সেবা দিতেন সুবল

গফরগাঁও উপজেলার সর্বমহলে পরিচিত নাম মীর মোনায়েম সালেহীন সুবল (৮৫)। ছিলেন সালটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। জীবনের শেষ প্রান্তে এসে তাঁর চাওয়া, নিজের নামটি যেন মুক্তিযোদ্ধা তালিকায় ওঠে। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার মফিজ আহমেদ বলেন, সুবল ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ইন্ডিয়ার ক্যাম্পে ছিলেন। তিনি শরণার্থীদের সহায়তা করেছেন। সুবল বলেন, তিনি ভারতের মেঘালয় রাজ্যের পাদদেশে বালাট থানার অধীনে ওয়ারেংকা ক্যাম্পে আশ্রয় নেন। সেখানে একসময় শত শত শরণার্থী ডায়রিয়ায় আক্রান্ত হন। তিনি তখন ভারতীয় রেডক্রসে প্রশিক্ষণ নিয়ে তাদের সেবা করেন। মৈলাম শরণার্থী শিবিরে তিনি বিজয় দিবস পালন করেন। সে অনুষ্ঠানে সালেহীন সুবল সভাপতিত্বও করেন।

সর্বশেষ খবর