শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

ঝুঁকিপূর্ণ ভবনের ছাদেই চলছে দুই তলার কাজ

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মহাদেবপুরের হামিদপুর জিগাতলা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ২২ বছরের পুরাতন ঝুঁকিপূর্ণ একতলা ভবনের ছাদেই চলছে দুই তলার নির্মাণ কাজ। সাইফুল ইসলাম নামে এক অভিভাবক বলেন, ভবনটি আসলেই ঝুঁকিপূর্ণ। এভাবে দুই তলার নির্মাণ কাজ চলতে থাকলে যে কোনো সময়ে ভবনটি ধসে দুর্ঘটনা ঘটতে পারে। প্রধান শিক্ষক নিকুঞ্জ বিহারী বলেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলীরা পরীক্ষা-নিরীক্ষা করে কাজটি করছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাখন চন্দ্র মন্ডল বলেন, প্রকৌশলীরা যদি ঝুঁকিপূর্ণ মনে করেন তাহলে কাজ বন্ধের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নওগাঁর সহকারী প্রকৌশলী রাকিবুল আহসান বলেন, বিষয়টি জানা নেই। তবে পরিদর্শন করে ঝুঁকিপূর্ণ হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর