শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

ঝিমিয়ে পড়েছে মগড়া নদী দখল উচ্ছেদ কার্যক্রম

নেত্রকোনা প্রতিনিধি

অবৈধ দখলে এক সময়ের খরস্রোতা মগড়া নদী এখন রুগ্ন। সরকার নদী বাঁচাতে দেশব্যাপী দখল উচ্ছেদ অভিযান শুরু করেছে। এর অংশ হিসেবে নেত্রকোনায়ও গত ২৩ ডিসেম্বর উচ্ছেদ অভিযান শুরু হয়। শহরের সাতপাই সওদাগরপাড়া ও থানার মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় শুরু হয়েছিল উচ্ছেদ কার্যক্রম। প্রায় আড়াই শতাধিক অবৈধ স্থাপনা তালিকা করে এ অভিযান শুরু করে। এর দুদিন পরই উচ্ছেদ অভিযান বন্ধ হয়ে গেছে। থানার মোড় এলাকায় এসকেভেটরটি পড়ে আছে। তবে কেউ কেউ নিজ উদ্যোগে স্থাপনা সরিয়ে নিচ্ছে। সাধারণ মানুষ আশঙ্কা করছেন অভিযান থেকে অনেকে ছাড় পেয়ে যাচ্ছেন। সাধারণ মানুষের দাবি এমন উদ্যোগ যেনো প্রভাবশালী বা কোন মাধ্যমে বন্ধ হয়ে না যায়। জেলাবাসীর দীর্ঘদিনের আন্দোলনের ফলে নদীটি রক্ষা হতে যাচ্ছে। এটি অব্যাহত থাকুক। এসকেভটর চালক হৃদয় ভৌমিক জানান, প্রতিদিন আট ঘণ্টা হিসাবে ১৫০০ করে টাকা পান তারা। ঠিকাদার বললে গাড়ি চালান। উচ্ছেদ অভিযান ঝিমিয়ে পড়া নিয়ে গতকাল নেত্রকোনা সদরের সহকারী কমিশনার (ভূমি) বুলবুল আহমেদের সঙ্গে মুঠোফোনে চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।

সর্বশেষ খবর