শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

ওষুধ সংকট মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের আউট ডোরে (বহির্বিভাগ) গত দুই মাস ধরে ওষুধ সংকট দেখা দিয়েছে। উপজেলার প্রায় তিন লাখ মানুষের চিকিৎসা সেবার একমাত্র সরকারি হাসপাতালটিতে প্রতিদিন শত শত রোগী সেবা নিতে আসে। তারা টিকিট কিনে চিকিৎসা নিয়ে বর্হিবিভাগে ওষুধ না পেয়ে শূন্য হাতে ফিরে যাচ্ছেন। অর্থাভাবে অনেক দরিদ্র রোগী ওষুধ কিনতে না পেরে ধুকে ধুকে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছেন। স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোরকিপার ছামিউল ইসলাম জানান, বর্তমানে ওষুধ সরববারহের সিস্টেম পরিবর্তনের কারণে এমনটি হয়েছে।

সর্বশেষ খবর