শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

মেয়র পদে লড়াই হবে ত্রিমুখী

দুপচাঁচিয়া পৌরসভা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

মেয়র পদে লড়াই হবে ত্রিমুখী

বগুড়া দুপচাঁচিয়া পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র পদে ভোটের হিসাব-নিকাশ শুরু হয়েছে। নির্বাচনের মাঠে মূল প্রতিদ্বন্দ্বী বর্তমান মেয়র স্বতন্ত্র প্রার্থী বেলাল হোসেন, সাবেক মেয়র বিএনপি মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলম ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এনামুল হক টি রানার মধ্যে ত্রিমুখী লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। প্রতীক বরাদ্দ পর থেকে প্রার্থীরা প্রচারণায় নেমে পড়েছেন। এছাড়া ১৪ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও ২৯ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আরেক মেয়র প্রার্থী (স্বতন্ত্র) আহম্মেদ আলী প্রামাণিক। প্রথম বারের মতো এবারই দুপচাঁচিয়া পৌরসভা নির্বাচন সরাসরি দলীয় প্রতীকে অনুষ্ঠিত হচ্ছে। দলীয় নেতাকর্মীরা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক টি রানার জন্য কোমর বেঁধে মাঠে নেমেছেন। এদিকে পর পর দুবার নির্বাচিত বিএনপির মনোনীত সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে জিতাতে বিএনপির নেতাকর্মীরাও মাঠ চষে বেড়াচ্ছেন। স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র বেলাল হোসেন বিগত পাঁচ বছরে পৌরসভার ব্যাপক উন্নয়ন করেছেন। পৌরসভা সৃষ্টির পর থেকেই তার আমলেই সবচেয়ে বেশি উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হয়েছে। উন্নয়নের মাপকাঠিতে সচেতন পৌরবাসী তাকে পুনরায় বিজয়ী করবেন এমনই প্রত্যয় নিয়ে তার সমর্থিত কর্মীরাও মাঠ দখলে রেখেছেন। অপর স্বতন্ত্র প্রার্থী আহম্মেদ আলী প্রামাণিক ন্যায় নীতি ও যোগ্যতার ভিত্তিতে সাধারণ ভোটারদের মন জয়ের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। উল্লেখ্য, আগামী ১৩ জানুয়ারি পৌরসভার ৯টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। জলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও দুপচাঁচিয়া পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার মাহবুব আলম শাহ জানান, দুপচাঁচিয়া পৌরসভা নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে করার লক্ষ্যে সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

সর্বশেষ খবর