রবিবার, ২৯ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

পাথর কুড়ানিদের উৎপাতে নদী খনন ব্যাহত, দুর্ঘটনার আশঙ্কা

পঞ্চগড় প্রতিনিধি

পাথর কুড়ানিদের উৎপাতে নদী খনন ব্যাহত, দুর্ঘটনার আশঙ্কা

পঞ্চগড়ে নদী খননের সময় এভাবেই ভিড় করছে পাথর শ্রমিকরা

পঞ্চগড়ের চাওয়াই নদীর খনন কাজ পাথর কুড়ানিদের উৎপাতে ব্যাহত হচ্ছে। এক্সেবেটর প্রযুক্তি নিয়মমতো কাজ করতে পারছে না। ফলে সরকারের ডেল্টা পরিকল্পনার এই প্রকল্পের কাজ সময়মতো শেষ হবে না বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। জানা গেছে, সদর উপজেলার আমতলা এলাকায় চাওয়াই নদীর খনন কাজ শুরু হয়েছে। জগদল এলাকায় ৯টি এক্সেবেটর প্রযুক্তি কাজ করছে। বালি তোলার সময় পাথর উঠছে। সহ¯্রাধিক শ্রমিক পাথর কুড়াচ্ছে। এক্সেবেটরের বাকেট দিয়ে বালি ফেলার আগেই শ্রমিকরা ভিড় করছে। এদের উস্্কানি দিয়ে পাথর সংগ্রহ করতে বলছেন স্থানীয় পাথর ব্যবসায়ীরা। এক্সেবেটর ঠিকমতো কাজ করতে পারছে না। ইতোমধ্যে বাকেটের ধাক্কায় কয়েকজন শ্রমিক আহতও হয়েছেন। এক অপারেটর জানান, পাথর শ্রমিকদের ভিড়ে এক্সেবেটর চালানো যাচ্ছে না। উত্তোলিত বালি যেখানে ফেলবো সেখানে শত শত নারী-শিশু ভিড় করে। বাকেটের ধাক্কায় আহত বা নিহতের ঘটনাও ঘটতে পারে। ঠিকাদারের এক প্রতিনিধি জানান, পাথর কুড়ানিদের উৎপাত ঠেকাতে প্রত্যেক এক্সেবেটরের সঙ্গে ভলান্টিয়ার নিয়োগ করা হয়েছে। ইউনিয়ন পরিষদ থেকে গ্রাম পুলিশরাও আছেন। কিন্তু কারও কথা শুনছেন না পাথর কুড়ানিরা। খনন কাজে নিযুক্ত সাব ঠিকাদারের প্রতিনিধি জানান, শ্রমিকদের সরে যেতে বলায় এক অপারেটরকে মারধর করে আহত করে এবং এক্সেবেটরের গ্লাস ভেঙে দেয় পাথর কুড়ানিরা।

সর্বশেষ খবর