রবিবার, ২৯ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

বেহাল সড়ক, ঝুঁকিপূর্ণ সেতু

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি

বেহাল সড়ক, ঝুঁকিপূর্ণ সেতু

কুমিল্লার মনোহরগঞ্জের ভাটগাঁও-বচইড়-লাউলহরি বেহাল সড়কটি ৪৮ বছরেও পাকা হয়নি। আর এ সড়কের ঝুঁকিপূর্ণ দুইটি সেতু এলাকাবাসীর দুর্ভোগ আরও বাড়িয়েছে। সড়ক ও সেতু দুটির আধুনিকায়নে দ্রুত ব্যবস্থা নিতে স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

জানা যায়, মনোহরগঞ্জ উপজেলার ভাটগাঁও-বচইড়-লাউলহরি সড়কটি গ্রামীণ জনপদের মানুষের চলাচলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সড়কটির দৈর্ঘ্য আড়াই কিলোমিটার। এ সড়ক দিয়ে ঝলম দক্ষিণ ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষ যাতায়াত করে। সড়কের ভাটগাঁও থেকে লাউলহরি পর্যন্ত বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। লাউলহরী ও ভাটগাঁও নামক স্থানে থাকা দুইটি সেতু সড়ক থেকে অনেক উঁচুতে। সেতু দুটির দুই পাশের মাটি সরে চলাচলে ভোগান্তি সৃষ্টি হচ্ছে। স্থানীয়রা বলছেন, সড়কটির আধুনিকায়ন হলে একদিকে এলাকাবাসীর দুর্ভোগ কমবে, অন্যদিকে মনোহরগঞ্জ উপজেলা সদরে যোগাযোগের কয়েকটি গ্রামের দূরত্ব কমে অর্থ ও সময় সাশ্রয় হবে। ঝলম দক্ষিণ ইউনিয়ন চেয়ারম্যান জিয়াউর রহমান বলেন, সড়কটির সমস্যার বিষয়ে আমি অবগত রয়েছি। এলাকাবাসীর যাতায়াতের সুবিধার্থে সড়কটি পাকা করতে ইতোমধ্যে প্রকল্প অনুমোদনের প্রস্তাব করেছি। আশা করছি প্রকল্পটি অনুমোদন পাবে। মনোহরগঞ্জ উপজেলা প্রকৌশলী আল আমিন সর্দার বলেন, সড়কটি সংস্কারে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

সর্বশেষ খবর