সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

কটিয়াদীতে বিদ্যালয়ের রজতজয়ন্তী উদযাপন

কিশোরগঞ্জ প্রতিনিধি

কটিয়াদীতে বিদ্যালয়ের রজতজয়ন্তী উদযাপন

পতাকা উত্তোলন করেন অতিথিরা

কটিয়াদী উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হযরত মিয়া চান্দ শাহ উচ্চ বিদ্যালয়ের ২৫ বছর পূর্তি রজতজয়ন্তী উৎসব শনিবার উদযাপন করা হয়েছে। সকালে জাতীয় সঙ্গীত পরিবেশন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে একতা নাট্য গোষ্ঠীর প্রতিষ্ঠাতা মানস করের নির্দেশনায় বরণ সঙ্গীত পরিবেশন করে বিদ্যালয়ে শিক্ষার্থীরা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট মিয়া মোহাম্মদ ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আব্দুল মান্নান, কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান, কটিয়াদী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াহাব আইন উদ্দিন, মুক্তিযুদ্ধের সংগঠক ডা. সৈয়দ আবুল ফারুক, সমাজসেবক জাহাঙ্গীর আলম মিয়া, চান্দপুর ইউপি চেয়ারম্যান মাহতাব উদ্দিন, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি ইনসাফ আলী প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ নজরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কামরুজ্জামান কামরুল। শিক্ষক, অভিভাবক, বর্তমান ও প্রাক্তন ছাত্র ছাত্রীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানটি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর