সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

এক পলক

অতিরিক্ত সেশন ফি আদায় না করতে চিঠি  দিচ্ছেন ডিসি

হাইকোর্টের রুল ও নির্দেশনা থাকার পরও স্কুল ও কলেজসমূহে সেশন ফি দুই হাজার টাকার বেশি যেন আদায় না করে সে বিষয়ে স্মারকলিপি দেওয়া হয়েছে। বগুড়ার শুকরা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আব্দুল মান্নান আকন্দ বগুড়া জেলা প্রশাসক (ডিসি) বরাবর স্মারকলিপিটি প্রদান করেন। ডিসি ফয়েজ আহাম্মদ বলেছেন, সরকারি নীতিমালা ও হাইকোর্টের রায় বাস্তবায়নে জেলার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পত্র পাঠানো হবে।

স্মারকলিপিতে রিট পিটশনের পূর্ণাঙ্গ রায় বাস্তবায়নের লক্ষ্যে ২৪ ঘণ্টার মধ্যে আদেশ জারি ও অতিরিক্ত সেশন ফি অভিভাবকদের মাঝে ফেরত দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

- নিজস্ব প্রতিবেদক, বগুড়া

পুকুর পাড়ে শিশুর লাশ

নড়াইলে বীথি (৫) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরে সদর উপজেলার কলোড়া ইউনিয়নের বিড়গ্রামে বাড়ির পাশের পুকুরপাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়। বীথি বিড়গ্রামের দশরথ বৈরাগীর মেয়ে। - নড়াইল প্রতিনিধি

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর