মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা
সালতামামি

সিরাজগঞ্জে ট্রেন দুর্ঘটনা থেকে সড়ক দুর্ঘটনায় বছর পার

আব্দুস সামাদ সায়েম, সিরাজগঞ্জ

২০১৯ সাল ট্রেন দুর্ঘটনা-সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ ২০ নিহত ছিল সিরাজগঞ্জে সবচেয়ে আলোচিত ঘটনা। যা এখনো মানুষের হৃদয়ে দাগ কেটে রয়েছে। এ ছাড়াও কয়েকটি হত্যা-আত্মহত্যা ও পুলিশের ক্রসফায়ারে মাদক ব্যবসায়ী নিহতের ঘটনাও জেলায় আলোচনা-সমালোচনা হয়েছে। সবমিলিয়ে ২০১৯ সাল মানুষের স্বাভাবিক জীবনে ঘটেছে নানা ছন্দপতন। সিরাজগঞ্জের মানুষের কাছে যা প্রত্যাশা ছিল তা পুরোপুরি পূরণ না হলেও সুখ-দুঃখ মিলিয়ে পার হয়েছে বছরটি। ২০২০ সাল দুর্ঘটনাবিহীন সুন্দর সময় পার হবে এমন প্রত্যাশা সিরাজগঞ্জবাসীর। ২০১৯ সালে সিরাজগঞ্জে সবচেয়ে আলোচিত উল্লাপাড়ায় পঞ্চক্রোশী এলাকায় ট্রেন ও বর-কনেবাহী মাইক্রোবাসের সংঘর্ষে ১১ জন নিহতের ঘটনা ঘটে। ওইদিন ১৫ জুলাই বর যাত্রীবাহী একটি মাইক্রোবাস উল্লাপাড়ার গুচ্ছ গ্রামে বিয়ে শেষে সিরাজগঞ্জের কান্দাপাড়ায় আসার পথে অরক্ষিত রেলক্রসিং পার হবার সময় রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ট্রেনটি মাইক্রোবাসটিকে অন্তত ২৫০ গজ ঠেলে নিয়ে গিয়ে থেমে যায়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। মাইক্রোবাসের মধ্যে থাকা বর-কনেসহ ১১ জন  মারা যান। এর আগে দুজন চালকের গাফিলতি ও বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে উল্লাপাড়ার বোয়ালিয়া বাজারের কাছে জোড়া ব্রিজ এলাকায় বাস- লেগুনার মুখোমুখি সংঘর্ষে নয়টি তরতাজা প্রাণ ঝরে যায়। দুটি ঘটনায় স্বজনহারা পরিবারগুলো এখনো দুঃসহ স্মৃতি বুকে নিয়ে বেঁচে আছে। ২০১৯ সালে মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ ও পুলিশের ক্রসফায়ারে অন্তত ৫ জন মারা যায়।

২৮ জুন রাত নয়টার দিকে উল্লাপাড়ায় রাতের খাবার খাওয়া অবস্থায় হাজী আলতাফ হোসেন মুকুল ও তার তার বৃদ্ধ মাকে নৃশংসভাবে জবাই, হাত-পায়ের রগ  কেটে ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পরদিন পুলিশ লাশ উদ্ধার করে। ঘটনার দুদিনের মধ্যেই পুলিশ মূল আসামিদের শনাক্ত ও গ্রেফতার করে সাফল্য অর্জন করেন। ২ নভেম্বর সিরাজগঞ্জ সদর উপজেলার পিপুলবাড়ীয়া নিজবাড়ির কাছে সন্ত্রাসীদের গুলিতে বাগবাটী ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও ইউপি সদস্য বকুল হায়দার বকুল নিহত হয়। ঘটনার পর পুরো এলাকায় উত্তেজনায় ছড়িয়ে পড়ে। মামলা দায়ের হলেও হত্যার মূল রহস্য এখনো উদ্ধার হয়নি। ১৪ নভেম্বর দুপুরে ঢাকা-রংপুর রেলপথের বঙ্গবন্ধু  সেতু পশ্চিমপাড় সিরাজগঞ্জের উল্লাপাড়া স্টেশনের কাছে ঢাকা থেকে রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ নয়টি লাইনচ্যুত এবং ইঞ্জিনসহ তিনটি বগি আগুনে পুড়ে গেছে। ভয়াবহ দুর্ঘটনা ঘটলেও তেমন হতাহতের ঘটনা ঘটেনি। এতে শতাধিক কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়। এছাড়াও ছোট-বড় দুর্ঘটনা, হত্যা-আত্মহত্যাজনিত কারণে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে। সবমিলিয়ে ২০১৯ যেমনই কাটুক না কেন ২০২০ সাল যেন দেশের মানুষ শান্তি-সুখে থাকে এমনটাই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা সর্বস্তরের মানুষের।

সর্বশেষ খবর