মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

‘পোড় খাওয়া মানুষগুলো সমাজে বেশি প্রতিষ্ঠিত হয়েছে’

কুমিল্লা প্রতিনিধি

প্রত্নতত্ত্ব অধিদফতর চট্টগ্রাম ও সিলেট বিভাগের আঞ্চলিক পরিচালক ড. আতাউর রহমান বলেছেন, জীবনে পোড় খাওয়া মানুষগুলো সমাজে বেশি প্রতিষ্ঠিত হয়েছে। সোনার চামচ মুখে নিয়ে জন্ম নেওয়া মানুষ তেমন সফলতা পায়নি। আমাদের চারপাশে রয়েছে অভাব অনটনে বেড়ে ওঠা সফল মানুষের সংখ্যা প্রচুর রয়েছে। বিত্ত দিয়ে নয়, নৈতিক শিক্ষা নিয়ে শিশুদের গড়ে তুলতে হবে। এ জন্য শিক্ষকদের সঙ্গে অভিভাবকদেরও দায়িত্বশীল হতে হবে। আমাদের সমাজে মেধাবী মানুষের চেয়ে মানবিক মানুষের বেশি প্রয়োজন।

সোমবার কুমিল্লা নগরীর শাসনগাছা নলেজ কেয়ার একাডেমির বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মো. আবদুস ছালামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শালবন বৌদ্ধ বিহারের কাস্টোডিয়ান মো. হাফিজুর রহমান, বাংলাদেশ প্রতিদিনের কুমিল্লা প্রতিনিধি মহিউদ্দিন মোল্লা।

বক্তব্য রাখেন স্কুল অধ্যক্ষ সালমা আক্তার, সিনিয়র শিক্ষক

 আবদুল করিম, জুঁইটি আক্তার, নাজমা আক্তার, সৈয়দা সাহেলা আক্তার প্রমুখ।

সর্বশেষ খবর