মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

ভোলায় ৪ লাখ কুকুরকে টিকা দেওয়া হবে

ভোলা প্রতিনিধি

মরণব্যাধি জলাতঙ্ক রোগ প্রতিরোধে ভোলায় প্রায় ৪ লাখ কুকুরকে টিকা দেওয়া হবে। ২ জানুয়ারি থেকে ৬ জানুয়ারি প্রথম ধাপে সদর উপজেলার ১৪টি ইউনিয়ন এবং পৌরসভার সব কুকুরকে টিকা দেওয়া হবে। পর্যায়ক্রমে সারা জেলায় টিকা দেওয়া হবে। গতকাল সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এক সভায় এ কথা জানানো হয়। ডাক্তার ফারজানা খানমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন। উপস্থিত ছিলেন ডাক্তার ইন্দ্রজীত কুমার মন্ডল, শিক্ষা কর্মকর্তা খলিলুর রহমান, ডাক্তার দীনেশ চন্দ্র মজুমদার প্রমুখ।

সর্বশেষ খবর