শিরোনাম
মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

এক পলক

পাওয়ার ট্রান্সফর্মার ক্যাবলে অগ্নিকান্ড

নারায়ণগঞ্জে ডিপিডিসির সিদ্ধিরগঞ্জ ৩৩/১১ কেভি গ্রিড উপকেন্দ্রের পাওয়ার ট্রান্সফর্মার (জেটটি-১) ক্যাবলে গতকাল রাতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডের কারণে এ উপকেন্দ্রের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।  ঘটনার দেড় ঘণ্টা পর গ্রিডের প্রকৌশলীরা এসে বিকল্পভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করেন।

-সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

স্বাস্থ্য কমপ্লেক্সে হামলার ঘটনায় মামলা

গাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে বহিরাগতদের হামলা ও ভাঙচুরের ঘটনায় সাতজনের নামে মামলা করা হয়েছে। কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুস সালাম সরকার বাদী হয়ে গতকাল কাপাসিয়া থানায় এ মামলা দায়ের করেন। মামলায় সাতজনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও অনেককে আসামি করা হয়েছে। -গাজীপুর প্রতিনিধি

 ভোলায় লাখ কুকুরকে টিকা দেওয়া হবে

জলাতঙ্ক রোগ প্রতিরোধে ভোলায় প্রায় ৪ লাখ কুকুরকে টিকা দেওয়া হবে। ২ জানুয়ারি থেকে ৬ জানুয়ারি প্রথম ধাপে সদর উপজেলার ১৪টি ইউনিয়ন এবং পৌরসভার সব কুকুরকে টিকা দেওয়া হবে। পর্যায়ক্রমে সারা জেলায় টিকা দেওয়া হবে। গতকাল সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এক সভায় এ কথা জানানো হয়। ডাক্তার ফারজানা খানমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মোশারেফ হোসেন। উপস্থিত ছিলেন ডা. ইন্দ্রজীত কুমার মন্ডল, খলিলুর রহমান, ডা. দীনেশ চন্দ্র মজুমদার। -ভোলা প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর