মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

রামুতে ‘স্বপ্নযাত্রা’ বাসের উদ্বোধন

কক্সবাজার প্রতিনিধি

রামুতে ‘স্বপ্নযাত্রা’ বাসের উদ্বোধন

কক্সবাজারের রামুতে স্বপ্নযাত্রা উদ্বোধন করেন ডিসি -বাংলাদেশ প্রতিদিন

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কক্সবাজার জেলার রামুতে ‘স্বপ্নযাত্রা’ বাসের উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশে প্রথমবারের মতো উপজেলা পর্যায়ে শিক্ষাবান্ধব বাস ‘স্বপ্নযাত্রা’ উদ্বোধন করে দৃষ্টান্ত স্থাপন করেন ইউএনও প্রণয় চাকমা। তিনি তার স্বপ্ন বাস্তবায়নে ধনাঢ্য ব্যক্তি ও শিল্পপ্রতিষ্ঠান থেকে নিজের প্রচেষ্টায় সংগৃহীত অর্থ দিয়ে বাসটি ক্রয় করেছেন। রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয় স্টেডিয়ামে গতকাল বাসটির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. কামাল হোসেন। অনুষ্ঠানে অতিথি ছিলেন কক্সবাজার-৩ সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য কানিজ ফাতেমা মোস্তাক। রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমার সভাপতিত্ব অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দৈনিক কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি ও কক্সবাজার জেলা কমিউনিটি পুলিশের সভাপতি অ্যাডভোকেট তোফায়েল আহমদ, রামু উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গৌর চন্দ্র দে প্রমুখ। অনুষ্ঠানে রামু উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সালাহ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান আফসানা জেসমিন পপি, পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান, ডা. নোবেল কুমার বড়ুয়া, রামু কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল হক, মুক্তিযোদ্ধা নুরুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। ইউএনও প্রণয় চাকমা জানান, বাসটি উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের মেধা যাচাই করার পর শিক্ষার্থীদের নিয়ে প্রতি সপ্তাহে বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শনে যাবে।

সর্বশেষ খবর