বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

হাতে নতুন বই মুখে অকৃত্রিম হাসি

প্রতিদিন ডেস্ক

হাতে নতুন বই মুখে অকৃত্রিম হাসি

মাগুরা (বাঁয়ে) ও সিরাজগঞ্জে নতুন বই হাতে পেয়ে বাঁধভাঙা উচ্ছ্বাসে শিশুরা -বাংলাদেশ প্রতিদিন

‘নতুন বছর নতুন দিন, নতুন বইয়ে হোক রঙিন’ স্লোগানে গতকাল বছরের প্রথম দিন সারা দেশে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। নতুন বই হাতে পেয়ে বাঁধভাঙা উচ্ছ্বাসে মাতে শিক্ষার্থীরা। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর-

রাজশাহী : কলিজিয়েট স্কুলে বই উৎসব উদ্বোধন করেন- বিভাগীয় কমিশনার হুমায়ুন কবীর খোন্দকার। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক হামিদুল হক। রাজশাহী মিশন বালিকা উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ উদ্বোধন করেন এমপি ফজলে হোসেন বাদশা। আর রাজশাহী অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উৎসব উদ্বোধন করেন- সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। জেলায় এবার ১ লাখ ৮৩ হাজার ৩৮৩ শিক্ষার্থীর হাতে ৪৫ লাখ ৮৪ হাজার বই বিতরণ করা হচ্ছে। খুলনা : জিলা স্কুল মাঠে বই উৎসব উদ্বোধন করেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক  হেলাল হোসেন। এ বছর খুলনা বিভাগে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে ৪ কোটি ৬১ লাখ ৭ হাজার ৫৪০ বই বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। বরিশাল : জিলা স্কুলে উৎসব উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম। বই পেয়ে উল্লাসে ফেটে পড়েন শিক্ষার্থীরা। বরিশাল বিভাগে ২০ লাখ শিক্ষার্থীর ২ কোটি ২২ লাখ ১২ হাজার ১২১ বই বিতরণ করা হচ্ছে। সিলেট : নগরীর সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ে বই উৎসব উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম। এ বছর সিলেট বিভাগে ৩০ লাখ ৫০ হাজার ৮৮৮ শিক্ষার্থীর হাতে প্রায় ২ কোটি ৩৫ লাখ নতুন বই বিতরণ করা হয়।

রংপুর : জিলা স্কুল মাঠে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার কেএম তারিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুরের ডিসি আসিব আহসান। চুয়াডাঙ্গা : এমএ বারী মাধ্যমিক বিদ্যালয়ে নতুন বই বিতরণের মধ্য দিয়ে উৎসব উদ্বোধন করেন সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। চলতি বছর চুয়াডাঙ্গায় মাধ্যমিকে ১৭ লাখ ১১ হাজার এবং প্রাথমিকের ৬ লাখ ৬৫ হাজার বই বিতরণ করা হবে। চাঁপাইনবাবগঞ্জ : শিবগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল বই উৎসব উদ্বোধন করেন। অন্যদিকে সদরে হরিমোহন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মাধ্যমিক পর্যায়ে উৎসব উদ্বোধন করেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক। গতকাল জেলায় ৩৪ লাখ ৪৭ হাজার বই বিতরণ করা হয়। নেত্রকোনা : সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং আঞ্জুমান আদর্শ উচ্চ বিদ্যালয়ে উৎসব উদ্বোধন করেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম। জেলায় এক লাখ ৬৫ হাজার ৬৭৩ শিক্ষার্থীর মধ্যে ২৩ লাখ ৮২ হাজার ৯৮৩ কপি বই বিতরণ করা হবে। ময়মনসিংহ : জিলা স্কুলে বই উৎসব উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান। নতুন বইয়ের সঙ্গে হাতে লাল-সবুজের পতাকা পেয়ে বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে উঠে শিক্ষার্থীরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজানুর রহমান। এ বছর জেলায় ৬ লাখ ৪৫ হাজার ৭৪৬ শিক্ষার্থীর মধ্যে ৮৩ লাখ ২৫ হাজার ৯৫১টি বই বিতরণ করা হচ্ছে। মানিকগঞ্জ : বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি। অনুষ্ঠানে জেলা প্রশাসক এসএম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম প্রমুখ উপস্থিত ছিলেন। মাগুরা : মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব উদ্বোধন করেন জেলা প্রশাসক আশরাফুল আলম। সভাপতিত্ব করেন আবু নাসির বাবলু। গোপালগঞ্জ : শহরের এসএম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক সাহিদা সুলতানা। সভাপতিত্ব করেন আব্দুল কুদ্দুস খান। টাঙ্গাইল : সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বই উৎসব উদ্বোধন করেন জেলা প্রশাসক শহীদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবদুল আজিজ।  নোয়াখালী : জিলা স্কুল, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও পুলিশ কে জি স্কুলে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন জেল প্রশাসক তন্ময় দাস। জেলায় ১৯ লাখ ১০ হাজার ৭১১টি নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হচ্ছে। নওগাঁ : শহরের চক এনায়েত মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক এবং জিলা স্কুল, সরকারি কেডি উচ্চ বিদ্যালয় ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক পর্যায়ের বই বিতরণের মধ্যে দিয়ে জেলার বই বিতরণ কার্যক্রম শুরু হয়। বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হারুন অর রশীদ। দিনাজপুর : জেলায় ৮ লাখ ৫০ হাজার ১৯ জন শিক্ষার্থীর মধ্যে বিতরণের জন্য ৭৩ লাখ ৭১ হাজার ৭১৪টি নতুন বই সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। রাঙামাটি : শহীদ আব্দুল আলী একাডেমীতে বই উৎসব উদ্বোধন করেন জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ। শরীয়তপুর : মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী আবু তাহের। বগুড়া : জেলায় বই উৎসব উদ্বোধন করেন জেলা প্রশাসক ফয়েজ আহম্মেদ। বগুড়া জেলায় এবার ৭১ লাখ ৮৮ হাজার ৬ কপি বিনামূল্যে পাঠ্য বই বরাদ্দ দেওয়া হয়েছে। সিরাজগঞ্জ : কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন জেলা প্রশাসক ড. ফারুক আহমেদ। জেলায় ৩ লাখ ৪৭ হাজার ৯২৩ শিক্ষার্থীর মধ্যে ৪৮ লাখ ৭ হাজার বই দেওয়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া : শহরের নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে উৎসব উদ্বোধন করেন সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী। জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আবু সাঈদ। সাতক্ষীরা : জেলায় ৩২ লাখ ৫৮ হাজার ৬৭০টি  নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে। সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বই উৎসব উদ্বোধন করেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। প্রধান অতিথি ছিলেন মীর মোস্তাক আহমেদ রবি এমপি। এছাড়া নাটোর ও রাজবাড়ীতে বই উৎসব হয়েছে।

সর্বশেষ খবর