শিরোনাম
শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

পিকআপভ্যান ডোবায় প্রাণ গেল ৪ শ্রমিকের

প্রতিদিন ডেস্ক

পিকআপভ্যান ডোবায় প্রাণ গেল ৪ শ্রমিকের

লক্ষ্মীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপভ্যান ডোবায় পড়ে চার শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। লক্ষ্মীপুর-ঢাকা-রায়পুর আঞ্চলিক মহাসড়কের মজুপুর এলাকায় গতকাল সকালে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- সদর উপজেলার টুমচর গ্রামের সায়েদুল হক পাটোয়ারীর ছেলে রফিক, পৌর শহরের সমসেরাবাদ এলাকার নজির আহম্মদের ছেলে মফিজ উল্লাহ, আবিরনগর গ্রামের নুরুল আমিনের ছেলে খোরশেদ ও আবদুল মান্নানের ছেলে আবদুর নুর। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। পুলিশ ও নিহতদের স্বজনরা জানায়, বৃহস্পতিবার সকালে পৌর শহরের মিয়া রাস্তার মাথা নামক এলাকা থেকে নির্মাণ কাজের ঢালাই মেশিনসহ ১৮ জন শ্রমিক একটি পিকআপভ্যানে চন্দ্রগঞ্জের উদ্দেশে রওনা হন। পথে পিকআপটির সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ডোবায় পড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান তিনজন। নোয়াখালী নেওয়ার পথে মৃত্যু হয় আরও একজনের। চার শ্রমিকের মৃত্যুর খবরে স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। স্বজনদের কান্নায় হাসপাতালের পরিবেশ ভারী হয়ে ওঠে। বগুড়ার দুজনের প্রাণহানি : বগুড়ার শেরপুরে আলুবোঝাই ট্রাক ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে ট্রাকচালক এবং তার সহকারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ১৫ জন বাসযাত্রী। বুধবার দিবাগত রাত ১টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কের ররোয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাকচালক ছানোয়ার বগুড়ার শাহজাহানপুর উপজেলার রবিউল ইসলামের এবং হেলপার মিন্টুএকই গ্রামের হাফিজুরের ছেলে।

আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে ভর্তি করা হয়েছে।

সর্বশেষ খবর