শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

শিক্ষকের পিটুনিতে দাঁড়ানোর শক্তি হারিয়েছে শিশুটি!

সুনামগঞ্জ প্রতিনিধি

ধর্মপাশা উপজেলার দক্ষিণউরা গ্রামে শিক্ষকের পিটুনিতে গুরুতর আহত এক শিশু কোমর সোজা করে দাঁড়াতে পারছে না। অসুস্থ ছেলেকে নিয়ে পাঁচ মাস ধরে দ্বারে দ্বারে ঘুরার পর অভিযুক্ত শিক্ষক সঞ্চয় সরকারের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন বাবা। আহত নন্দন সরকার (৮) দক্ষিণউরা প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ও দক্ষিণউরা গ্রামের নারায়ণ সরকারের ছেলে। মামলার এজাহারে বলা হয়েছে, গত বছরের ৩ আগস্ট দক্ষিণউরা প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির  শিক্ষার্থী নন্দন দ্বিতীয় সাময়িক পরীক্ষা দিচ্ছিল। অঙ্কের প্রশ্ন বুঝিয়ে দেওয়ার জন্য সে সহকারী শিক্ষক সঞ্চয়ের দৃষ্টি আকর্ষণ করলে তিনি তাতে কর্ণপাত করেননি। বিষয়টি অপর এক শিক্ষককে জানালে সঞ্চয় উত্তেজিত হয়ে নন্দনকে এলোপাতাড়ি কিল, ঘুষি, লাথি মারতে শুরু করেন। একপর্যায়ে তার ঘাড় চেপে ধরে মাটিতে শোয়ানোর চেষ্টা করলে কোমরে গুরুতর আঘাত পায় সে। বাবা এসে তাকে স্কুল থেকে উদ্ধার করে নেত্রকোনা ও ময়মনসিংহে চিকিৎসা করান। সম্প্রতি নন্দনের অবস্থার অবনতি হলে সুনামগঞ্জ সদর হাসতাপালে ভর্তি করানো হয়। সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) রফিকুল ইসলাম বলেন, তার চিকিৎসা চলছে। শিক্ষক সঞ্চয় সরকার বলেন, আমি ওই শিক্ষার্থীকে চিকিৎসা করিয়েছি। সে সুস্থ হয়ে গিয়েছিল। এখন কী অবস্থায় আছে, জানা নেই। ধর্মপাশা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসিনা আক্তার পারভীন বলেন, আমরা অভিযুক্ত শিক্ষককে আহত শিক্ষার্থীর চিকিৎসা করাতে বলি। সেই মাফিক তার চিকিৎসা হয়। ছেলেটি সুস্থও হয়ে যায়। পরবর্তীতে যে তার অবস্থার অবনতি হয়েছে সে বিষয়টি কেউ আমাদের জানায়নি।

সর্বশেষ খবর