শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ

নওগাঁ প্রতিনিধি

নওগাঁ ডায়াবেটিক সমিতি হাসপাতালে ভুল অস্ত্রোপচারের সময় ইতি বেগম নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। পরে লাশ অস্ত্রোপচারের টেবিলে রেখে চিকিৎসক পালিয়ে যান। গতকাল বিকালে এ ঘটনা ঘটে। জানা যায়, শহরের চকরামপুর এলাকার পিয়াস হোসেনের স্ত্রী ইতি বেগম (২৬) বৃহস্পতিবার সকাল ৮টার দিকে নওগাঁ ডায়াবেটিক সমিতি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসক আনজুমান আরা দুপুরে অস্ত্রোপচার করলে ইতির কন্যা সন্তান হয়। অস্ত্রোপচারের পর তার রক্তক্ষরণ শুরু হয়। একপর্যায়ে টেবিলেই মারা যান তিনি। ঘটনা জানাজানি হলে রোগীর স্বজন ও এলাকাবাসী হাসপাতালের চিকিৎসক-নার্স ও কর্মকর্তাদের ওপর চড়াও হয়। অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ তুলে তারা ক্ষোভ প্রকাশ করে। এ ব্যাপারে জানতে চিকিৎসক আনজুমান আরার মোবাইলে বারবার ফোন করলেও তিনি ধরেননি। সিভিল সার্জন ও নওগাঁ ডায়াবেটিক সমিতি হাসপাতাল পরিচালনা কমিটির সহসভাপতি মোমিনুল হক বলেন, ঘটনা তদন্তে কমিটি গঠন করা হবে। চিকিৎসকের ভুলের কারণে রোগীর মৃত্যুর প্রমাণ মিললে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর