শনিবার, ৪ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

সড়কে ঝরল ভাই-বোনসহ সাত প্রাণ, আহত ১০

প্রতিদিন ডেস্ক

সড়কে ঝরল ভাই-বোনসহ সাত প্রাণ, আহত ১০

দুমড়ে-মুচড়ে যাওয়া মাইক্রোবাস

নীলফামারীর কিশোরগঞ্জে যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে দুমড়ে মুচড়ে গেছে মাইক্রোবাস। এতে ১০ আরোহীর মধ্যে দুজন ঘটনাস্থলেই প্রাণ হারান। নিহত দুজন সম্পর্কে ভাই-বোন। আহত হন অপর আট যাত্রী। বগুড়া জেলার মোকামতলায় এক নিকটাত্মীয়ের দাফন কাজে অংশ নেওয়ার পথে মাইক্রোবাসের যাত্রীরা দুর্ঘটনার শিকার হন। এছাড়া বিভিন্ন স্থানে আরও পাঁচজন প্রাণ হারিয়েছেন। নীলফামারী : নীলফামারীর কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন নিহতরা হলেন জলঢাকা উপজেলার চিড়াভিজা গোলনা ইউনিয়নের নবাবগঞ্জ এলাকার জহুরুল ইসলাম (৭২) ও তার বোন আব্দুর রউফের স্ত্রী আনোয়ারা বেগম (৬৫)। কিশোরগঞ্জ থানার ওসি হারুন অর রশীদ বলেন, মাইক্রোবাসযোগে দশজন মিলে জহুরুলরা যাচ্ছিলেন বগুড়ায় নিকটাত্মীয়ের দাফন কাজে অংশ নেওয়ার জন্য। পথিমধ্যে যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলে দুজন মারা যান। আহত অপর আটজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোপালগঞ্জ : খুলনায় চাকরির ইন্টারভিউ দিতে যাওয়ার সময় ট্রাকচাপায় প্রাণ হারান বিশ্বজিৎ নামে এক ছাত্র। তিনি বাগেরহাট পিসি কলেজে এমএ শ্রেণিতে অধ্যয়নরত ছিলেন। তিনি বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার শ্রীরামপুর গ্রামের রণজিৎ ম লের ছেলে। গতকাল সকালে শহরতলির নীচুপাড়া এলাকা থেকে ইঞ্জিনচালিত মাহেন্দ্রতে (থ্রি-হুইলার) করে ঘোনাপাড়া যাচ্ছিলেন। ঢাকা-খুলনা মহাসড়কের পাথালিয়া এলাকায় পৌঁছলে মাহেন্দ্রটিকে সবজি বোঝাই ট্রাক চাপা দেয়। এ সময় আরও দুজন আহত হন। অপরদিকে, বৃহস্পতিবার রাতে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক পার হওয়ার সময় লাবণী নামে এক নারীকে মাইক্রোবাস  চাপা দেয়। স্থানীয়রা তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।  লাবণী বেগম গোপালগঞ্জে সদর উপজেলার কাঠি ইউনিয়নের মানিহার গ্রামের তাওহীদ মোল্যার স্ত্রী বলে জানা গেছে। রংপুর : রংপুরের মিঠাপুকুরে বৈরাতি এলাকায় বাড়ি ফেরার পথে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে রাবেয়া নামের এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল সকালে মিঠাপুকুরের বৈরাতি এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। নিহত রাবেয়া বেগম মিঠাপুকুর এলাকার জায়গীর হাটের  মাস্টার পাড়ার লিয়াকত আলীর স্ত্রী। টঙ্গী : গাজীপুরের টঙ্গী গাজীপুরা  এলাকায় গত বৃহস্পতিবার রাতে ঢাকাগামী মালবাহী ট্রাক চাপায় স্থানীয় প্যাসিফিক ক্লিনিকের সেবিকা নাছরিনের মৃত্যু হয়েছে। নিহত নাছরিন টঙ্গী এরশাদ নগর ভাড়া বাসায় যাওয়ার পথে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনার শিকার হন। নিহতের লাশ উদ্ধার করে স্বজনের কাছে হস্তান্তর করে পুলিশ। বগুড়া : বগুড়ার শেরপুরে ট্রাকের চাপায় ফারুক হোসেন (২৭) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। তিনি উপজেলার গাড়ীদহ ইউনিয়নের পূর্ব কাফুরা গ্রামের আব্দুর রহমানের ছেলে। গতকাল উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের শেরুয়া কাঁঠালতলা (পালস জেনারেল হাসপাতালের সামনে) এই দুর্ঘটনা ঘটে।

সর্বশেষ খবর