শিরোনাম
শনিবার, ৪ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

বাইপাস সড়কে ভাঙা ব্রিজ, ঝুঁকিতে চলাচল

দিনাজপুর প্রতিনিধি

বাইপাস সড়কে ভাঙা ব্রিজ, ঝুঁকিতে চলাচল

দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাট এলাকায় তেবাড়িয়া বাইপাস একটি সড়কের ব্রিজের মাঝখানে ভেঙে গেছে। এই অবস্থাতেও সাধারণ মানুষ ঝুঁকি নিয়ে ওই ব্রিজের উপর দিয়ে চলাচল করছেন। বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে বলে আঙ্গার পাড়া ইউপির চেয়ারম্যান গোলাম মোস্তফা আহমেদ শাহ জানান।  স্থানীয় এসএম রকিসহ কয়েকজন জানান, দীর্ঘদিন ধরে পাকেরহাটের চৌরঙ্গী সাঁওতাল পাড়া মোড় থেকে তেবাড়িয়া বাইপাস রাস্তার মাঝখানে ঝুঁকি নিয়ে একটি ভাঙা ছোট্ট ব্রিজের উপর দিয়ে চলাচল করছে পথচারীসহ বিভিন্ন ধরনের যানবাহন। তবুও এটি সংস্কারের কোনো উদ্যোগ আজও নেওয়া হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি এলাকাবাসীর দাবি দ্রুত ব্রিজটি সংস্কার করে নির্বিঘ্নে চলাচলের উপযোগী করা হোক। ইউপি চেয়ারম্যান জানান, ভাঙা ব্রিজের উপর দিয়ে ঝুঁকিতে মানুষ চলাচল করছে। এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা ইঞ্জিনিয়ারকে জানানো হয়েছে। তারা আশ্বাস দিয়েছেন।

সর্বশেষ খবর