শনিবার, ৪ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

সংস্কার কাজ বন্ধ, দুর্ভোগ

নওগাঁ প্রতিনিধি

সংস্কার কাজ বন্ধ, দুর্ভোগ

নওগাঁর জনগুরুত্বপূর্ণ একটি সড়ক রানীনগর-আবাদপুকুর-কালীগঞ্জ। গত বছরের শুরুতে টেন্ডারের মাধ্যমে রাস্তা প্রশস্তকরণ ও সংস্কার কাজ শুরু হয়। অনিয়মের অভিযোগে কাজ বন্ধ থাকায় সৃষ্টি হয়েছে জনদুর্ভোগ। ২২ কিলোমিটারের মধ্যে ৭ কিলোমিটার রাস্তায় বালি ও ইটের খোয়া দেওয়া হয়। নওগাঁ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী হামিদুল হক বলেন, দীর্ঘদিন যাবৎ সড়কটির অবস্থা খারাপ হওয়ায় জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। সড়কটির কাজ মাত্র ১০ ভাগ হয়েছে, যা বর্তমানে ৬০ ভাগ হওয়ার কথা ছিল। ঠিকাদারী প্রতিষ্ঠানকে নির্ধারিত সময়ের মধ্যে সব কাজ শেষ করার জন্য সর্বশেষ গত ২৬ ডিসেম্বর নির্দেশনা প্রদান করে চিঠি দেওয়া হয়েছে। আর যেটুকু কাজ হয়েছে তাতে কোনো অনিয়ম হয়নি। জানা গেছে, একনেকে রাস্তাটি প্রশস্তকরণ ও সংস্কারের জন্য প্রায় শত কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। গত বছরের শুরুতে দরপত্রের মাধ্যমে ৩টি সেতু, ২৩টি কালভার্ট নির্মাণ ও সড়ক সংস্কারের কাজ শুরু হয়। ২৩টি কালভার্টের জন্য বরাদ্দ রয়েছে ৫৪ কোটি টাকা আর ৩টি সেতুর জন্য বরাদ্দ ৪১ কোটি টাকা। ২২ কিলোমিটারের মধ্যে খানপুকুর থেকে কালীগঞ্জ পর্যন্ত ৭ কিলোমিটার রাস্তার পাকা তুলে ইট ও বালু বিছানো হয়।  স্থানীয়রা বলছেন, পুরো সড়কে সৃষ্টি হয়েছে খানাখন্দ। কোনো রোগী এই সড়ক দিয়ে চলাচল করলে আরও বেশি অসুস্থ হয়ে পড়ছে। কৃষকরা তাদের উৎপাদিত ধান উপজেলা খাদ্যগুদামে নিয়ে আসতে পারছে না। সড়ক দিয়ে প্রতিদিনই চলাচল করতে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে হাজার হাজার মানুষকে। ঠিকাদারী প্রতিষ্ঠানের মুখপাত্র ও প্রকল্পের সহকারী প্রকৌশলী হুমায়ন কবীর বলেন, বিভিন্ন কারণে সড়কের কাজ বহুবার বন্ধ রাখা হয়েছিল, আবার কাজ শুরু করা হয়েছে। কাজের সময় বৃদ্ধির জন্য আবেদন করা হয়েছে। অল্প সময়ের মধ্যে কাজ সম্পন্ন করা হবে।

সর্বশেষ খবর