শনিবার, ৪ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে তিন ফেরি বিকল

রাজবাড়ী প্রতিনিধি

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে তিন ফেরি বিকল

ফেরিঘাটে দুঃসহ যানজট -বাংলাদেশ প্রতিদিন

ফেরি সংকট থাকায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট পার হওয়ার জন্য তিন দিনেও মিলছে না টিকিট। টিকিটের অপেক্ষায় ১২ কিলোমিটার দূরে গোয়ালন্দ মোড় থেকে প্রায় ৫ কিলোমিটার পর্যন্ত শ শ পণ্যবাহী ট্রাকের সারি রয়েছে। দৌলতদিয়া ঘাটে রয়েছে যাত্রীবাহী পরিবহনের দীর্ঘ সারি। এদিকে দিনের পর দিন ফেরি পারের অপেক্ষায় থেকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পণ্যবাহী ট্রাকচালকদের। লোকসান গুনতে হচ্ছে সাধারণ ব্যবসায়ীদের। মহাসড়কে ফাঁকা জায়গায় আটকে থাকার কারণে খাবার, গোসল ও টয়লেটের সমস্যায় থাকতে হচ্ছে চালকদের। অতিরিক্ত টাকা ব্যয় করে ভাসমান ও শুকনো খাবার খেতে হচ্ছে তাদের।  ফরি সংকটের কথা স্বীকার করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. আবু আবদুল্লাহ রনি জানান, পারাপারের ক্ষেত্রে যাত্রীবাহী পরিবহনের অগ্রাধিকার বেশি। সুতরাং যাত্রীবাহী পরিবহন পারাপার শেষ হওয়ার পর পণ্যবাহী ট্রাক পারাপার করা হচ্ছে। যে কারণে ফেরি পারের অপেক্ষায় কিছু পণ্যবাহী ট্রাকের সারি রয়েছে। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমান ১৩টি ছোটবড় ফেরি চলছে। চারটি ঘাট সচল রয়েছে। ট্রাকচালক সোহরাব হোসেন বলেন, ‘বেনাপোল থেকে চট্টগ্রাম যাওয়ার উদ্দেশে এসেছি। ফেরি পার হওয়ার জন্য তিন দিন যাবৎ আহ্লাদিপুর এলাকায় আটকে রয়েছি। ফেরিঘাটের দেখা পাচ্ছি না। শুধু যাত্রীবাহী পরিবহন পার করা হচ্ছে।’ নারায়ণগঞ্জগামী ট্রাকচালক ওয়াজেদ আলী বলেন, ‘ফেরি পারের অপেক্ষায় বসে আছি। এখানে নেই খাবার হোটেল, গোসলখানা। শুধু হকারদের কাছ থেকে শুকনো খাবার খেতে হচ্ছে। ফেরি পার দূরের কথা, কবে দৌলতদিয়া ঘাটে যেতে পারব নিশ্চিত বলতে পারছি না।’ ব্যবসায়ী আমিনুল ইসলাম বলেন, ‘সময়মতো গন্তব্যস্থানে মালামাল পৌঁছাতে না পেরে লোকসান গুনতে হচ্ছে।’

সর্বশেষ খবর