শনিবার, ৪ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা
প্রকৌশলীকে মারধর

১৮ জনের নামে থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার সোনাতলায় নিম্নমানের কাজের অভিযোগে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী রাফিউল ইসলামকে মারধরের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার  রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাত  পৌনে ১০টায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও স্থানীয়  ড. এনামুল হক কলেজের অধ্যক্ষ আবদুল মালেক আকন্দসহ ১৮ জনের বিরুদ্ধে   সোনাতলা থানায় মামলা হয়েছে। সোনাতলা থানার ওসি আবদুল্লাহ আল মাসউদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। প্রকৌশলী রাফিউল ইসলাম জানান, মোকাতলা- সোনাতলা সড়কের রেল ক্রসিংয়ের আগে পিচ ঢালাইয়ের কাজ চলছে। বৃহস্পতিবার বিকাল তিনটার দিকে সোনাতলা উপজেলা আওয়ামী লীগে যুগ্ম সম্পাদক এবং ড. এনামুল হক কলেজের অধ্যক্ষ আবদুল মালেক ও তার লোকজন ঘটনাস্থলে এসে কাজের ভুল ধরেন। এ সময় পিচ ঢালাইয়ের কাজ বন্ধ করে দেওয়া হয়। পরে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও শারীরিক নির্যাতন করা হয়। রাতে সোনাতলা থানায় তিনি মামলা করেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর